২২ মার্চ, ২০২৪ ১১:৪৩

বয়স্ক প্রজন্মের চেয়ে তরুণরা বেশি দুর্দশাগ্রস্ত: গবেষণা

অনলাইন ডেস্ক

বয়স্ক প্রজন্মের চেয়ে তরুণরা বেশি দুর্দশাগ্রস্ত: গবেষণা

তরুণরা ‘মিডলাইফ ক্রাইসিস’ ভোগ করায় তাদের সুখ কমে যাচ্ছে বলে নতুন এক বৈশ্বিক গবেষণায় উঠে এসেছে।

গবেষণার জন্য গবেষকরা মানুষকে শূন্য থেকে ১০ এর স্কেলে তাদের জীবনকে মূল্যায়ন করতে বলেছিলেন। যার মধ্যে ১০ তাদের সর্বোত্তম সম্ভাব্য জীবনের প্রতিনিধিত্ব করে।  গত তিন বছরের ফলাফল গড় করা হয়েছে।

বিশেষজ্ঞরা দেখেছেন, তরুণরা (বিশেষ করে উত্তর আমেরিকার তরুণরা)  মিড-লাইফ ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছেন। তারা আরও প্রকাশ করেছেন, ৩০ বছরের কম বয়সীদের মধ্যে ক্রমহ্রাসমান সুস্থতা মার্কিন যুক্তরাষ্ট্রকে সুখী দেশের শীর্ষ ২০টি তালিকা থেকে সরিয়ে দিয়েছে।

২০২৪ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিয়িং রিসার্চ সেন্টার, গ্যালাপ এবং জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের সমন্বয়ে ১৪০টি দেশের সুস্থতার বার্ষিক ব্যারোমিটার এই প্রতিবেদন।

ওয়েলবিয়িংয়ের পরিচালক প্রফেসর জ্যান-ইমানুয়েল ডি নেভ বলেন, ‘বিশেষ করে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে তরুণদের সুখ কমে গেছে।’ সূত্র: এনডিটিভি

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর