২ মে, ২০২৪ ১৭:৪০

চাঁদে ফিট রাখার জন্য নভোচারীদের বিশেষ দৌড় প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক

চাঁদে ফিট রাখার জন্য নভোচারীদের বিশেষ দৌড় প্রশিক্ষণ

অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে অনুপস্থিতির পর মানুষ ফের চাঁদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গবেষকরা নভোচারীদের চাঁদে ফিট রাখার জন্য একটি মৌলিক পদ্ধতি আবিষ্কার করেছেন ।

কম মাধ্যাকর্ষণ পরিবেশে চন্দ্র অভিযাত্রীদের দুর্বল হওয়া থেকে রোধ করার জন্য বিজ্ঞানীরা নভোচারীদের দৌড়ানোর পরামর্শ দিয়েছেন। তবে মহাকাশ হওয়ায় এটি সাধারণ কোনও ধরণের দৌড় নয় । গবেষকরা নভোচারীদের ‘লুনার ওয়াল অফ ডেথ’ এর চারপাশে দিনে বেশ কয়েকবার দৌড়ানোর পরামর্শ দিয়েছেন।

গার্ডিয়ানের খবর অনুসারে, গবেষকরা দেখিয়েছেন চাঁদের মাধ্যাকর্ষণে একজন মানুষের পক্ষে শুধু প্রাচীরের উপরে থাকা নয়, হাড় এবং পেশীর ক্ষয়রোধ মোকাবিলায় পর্যাপ্ত পার্শ্ব শক্তি তৈরি করাও সম্ভব। 

 গবেষকরা দেখিয়েছেন, একজন মানুষের পক্ষে চন্দ্রের মাধ্যাকর্ষণে যথেষ্ট দ্রুত দৌড়ানো সম্ভব। শুধুমাত্র দেয়ালে (চাঁদের পৃষ্ঠে) টিকে থাকার জন্য নয়, হাড় এবং পেশী ক্ষয় মোকাবিলা করার জন্য পর্যাপ্ত পার্শ্বীয় শক্তি তৈরি করাও সম্ভব।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর