শিরোনাম
২১ মে, ২০২৪ ১০:৪০

১৫৫ মিলিয়ন বছরের পুরনো স্টারফিশ জাতীয় প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক

১৫৫ মিলিয়ন বছরের পুরনো স্টারফিশ জাতীয় প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা ১৫৫ মিলিয়ন বছরের পুরনো স্টারফিশ সদৃশ প্রাণীর সন্ধান পেয়েছেন। এটি বিজ্ঞানীদের একটি অবিশ্বাস্য আবিষ্কার। এটি মিলিয়ন বছরের পুরানো একটি প্রাণী যা নিজেকে ক্লোন করার ক্ষমতা রাখে।

এনডিটিভির খবর অনুসারে, আবিষ্কারের বিষয়ে একটি গবেষণায় দেখা গেছে স্টারফিশের মতো এই প্রাণিটির ছয়টি বাহু রয়েছে এবং এটি তার দেহকে পুনরুজ্জীবিত করতে পারে।

সায়েন্স অ্যালার্টের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জার্মানির একটি চুনাপাথরের মজুত খনন করা হয়েছিল। সেখানে পাওয়া যায় এই জীবাশ্মটি। এটা একসময় প্রবাল তৃণভূমি এবং স্পঞ্জ বিছানায় ভরা গভীর উপহ্রদ ছিল।

গবেষকরা জানিয়েছেন, এটিই নতুন প্রজাতির ভঙ্গুর নক্ষত্রের একমাত্র পরিচিত নমুনা। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন ওফিয়াক্টিস হেক্স।

ক্লোনাল ফ্র্যাগমেন্টেশন জীবকে তার নিজের দেহের অংশগুলি ভেঙে এবং তাদের পুনরায় বৃদ্ধি করে জিনগতভাবে অভিন্ন সন্তান জন্মদিতে দেয়। প্রক্রিয়াটিকে ফিসিপ্যারিটি বলা হয়। যদিও ক্লোনাল ফ্র্যাগমেন্টেশনের জীববিজ্ঞান এবং বাস্তুশাস্ত্র তুলনামূলকভাবে ভালভাবে বোঝা যায়। তবে এই ঘটনাটির বিবর্তন এবং ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে কার্যত কিছুই জানা যায় না।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর