শিরোনাম
২ জুন, ২০২৪ ১৪:০৩

আতশ কাচ দিয়ে আগুন জ্বালাবেন যেভাবে

অনলাইন ডেস্ক

আতশ কাচ দিয়ে আগুন জ্বালাবেন যেভাবে

প্রতীকী ছবি

হয়তো কোথাও ভ্রমণে গেছেন। ঝড় বৃষ্টিতে আপনার কাছে থাকা দেশলাই কিংবা গ্যাসলাইটারটা নষ্ট হয়ে গেছে। এখন আপনার আগুন জালানোর দরকার। পাথরে পাথর ঠুকে আগুন জ্বালাবেন, তেমন পাথরও নেই। তাই এসব ভ্রমণে বের হওয়ার সময় সাথে একটা করে ম্যাগনিফায়িং গ্ল্যাস সঙ্গে নিন। ঝড় বৃষ্টির সময় এটা দিয়ে কাজ করতে পারবেন না। কিন্তু ঝড় বৃষ্টির পরে রোদ উঠলে এটা কাজে দেবে।

এজন্য কিছু শুকনো দাহ্য পদার্থ থাকতে হবে হবে। তুলো কিংবা শুকনো পাতা হলে ভালো হয়। এবার রোদে চলে যান। দাহ্য পদার্থের ওপর ম্যাগনিফাইয়িং গ্ল্যাসটা ধরুন। দেখবেন সূর্যের আলো গ্ল্যাসের ভেতর দিয়ে যাওয়ার পর সেগুলো একত্রিত হবে। দাহ্য পদার্থের ওপর তৈরি হবে সূর্যের একটা প্রতিবিম্ব। প্রতিবিম্বটা যত ছোট হবে সেখানে তত বেশি তাপ উত্পন্ন করবে। ম্যাগনিফাইনিং গ্ল্যাসের ফোকাস দূরত্ব ঠিক করে এমনভাবে রাখুন যাতে সূর্যের প্রতিবিম্বটা এটা সরষেদানার কাছাকাছি আকারের হয়। এভাবে মিনিটখানেক গ্ল্যাসটা ধরে রাখুন।

দেখবেন দাহ্য বস্তুর ওপর থেকে প্রথমে ধোঁয়া উঠছে। আরও কিছুক্ষণ ধরে রাখলে বা দাহ্য বস্তুতে একটু বাতাস দিলে আগুন জ্বলে উঠবে!
আসলে উত্তল লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময় সূযের্র ছড়িয়ে ছিটিয়ে পড়া আলো একত্রিত হয়ে গুচ্ছ রশ্মিতে পরিণত হয়। আলোক রশ্মি যে তাপ বহন করছিল সেগুলোও ম্যাগনিফানিং গ্ল্যাসের ভেতর দিয়ে গিয়ে একট নির্দিষ্ট স্থানে একত্রিত হয়। ফলে ওই জায়গাটা গরম হয়ে ওঠে। এবং একসময় আগুন ধরে যায়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর