১২ আগস্ট, ২০২৪ ১৪:৪৪

নতুন উপায়ে অতি ভারী মৌল তৈরির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

নতুন উপায়ে অতি ভারী মৌল তৈরির সম্ভাবনা

লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকরা এক নতুন পদ্ধতি ব্যবহার করে সফলভাবে লিভারমোরিয়াম উৎপাদন করেছেন, যা বর্তমানের অন্যতম ভারী মৌল। এই গুরুত্বপূর্ণ সাফল্যটি একটি টাইটানিয়াম রশ্মি ব্যবহার করে অর্জিত হয়েছে, যা আরও ভারী মৌল, বিশেষ করে ১২০ প্রোটনের আনবিনিলিয়াম উৎপাদনের সম্ভাবনা জাগিয়েছে।

এই গবেষণায় টাইটানিয়াম-৫০ আইসোটোপ প্রায় ১৬৫০ °C (৩০০০ °F) পর্যন্ত উত্তপ্ত করা হয়। এই উচ্চ তাপমাত্রায় টাইটানিয়াম থেকে মুক্ত হওয়া আয়নসমূহ প্লুটোনিয়াম-এর দিকে পরিচালিত হয়। এই নতুন উপায়ে লিভারমোরিয়াম উৎপাদন করা সম্ভব হয়েছে, তবে এর প্রকৃত গুরুত্ব আনবিনিলিয়াম তৈরির সম্ভাবনায় নিহিত।

২০০০ সালে প্রথমবারের মতো সৃষ্ট লিভারমোরিয়ামের পারমাণবিক সংখ্যা ১১৬, যা বর্তমানের সবচেয়ে ভারী মৌল ওগানেসনের চেয়ে হালকা। টাইটানিয়াম পদ্ধতি ব্যবহার করে লিভারমোরিয়াম তৈরির সফলতা আনবিনিলিয়াম তৈরির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গবেষকরা বিশ্বাস করেন যে, টাইটানিয়ামকে ক্যালিফোর্নিয়াম-২৪৯ এর সাথে যুক্ত করে আনবিনিলিয়াম আরও কার্যকরভাবে উৎপাদন করা সম্ভব হবে।

বার্কলে ল্যাবের এই পরীক্ষায় ২২ দিন সময় লেগেছে, যার মধ্যে গবেষকরা মাত্র দুটি লিভারমোরিয়াম পরমাণু উৎপাদন করতে পেরেছেন। যদিও ফলাফল অল্প ছিল। তবে এটি প্রমাণ করেছে যে, অতি ভারী মৌল তৈরির জন্য টাইটানিয়াম রশ্মি পদ্ধতি কার্যকর। এই সফলতা বার্কলে ল্যাবকে সুপারহেভি এলিমেন্ট গবেষণার শীর্ষস্থানে ফিরিয়ে এনেছে, যা ২০ শতকে মৌল আবিষ্কারে নেতৃত্ব দিয়েছিল।

টাইটানিয়াম ব্যবহার করে লিভারমোরিয়াম তৈরির সফলতা আনবিনিলিয়াম তৈরির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। বিজ্ঞানীরা আশাবাদী যে, এই পদ্ধতি সুপারহেভি এলিমেন্টের গুণাবলী ও পারমাণবিক নিউক্লিয়াসের সীমা সম্পর্কে নতুন তথ্য উদঘাটনে সাহায্য করবে।

এই গবেষণা থিওরেটিক্যাল 'আইল্যান্ড অফ স্ট্যাবিলিটি' অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং পারমাণবিক পরমাণুর আচরণের বিষয়ে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। ‍সূত্র : এনডিটিভি
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর