১৩ আগস্ট, ২০২৪ ১৩:৪১

মঙ্গল গ্রহের ভূগর্ভে বিশাল জলরাশির সম্ভাবনা: নতুন গবেষণা

অনলাইন ডেস্ক

মঙ্গল গ্রহের ভূগর্ভে বিশাল জলরাশির সম্ভাবনা: নতুন গবেষণা

নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, মঙ্গল গ্রহের ভূগর্ভস্থ পাথরের ফাটলে লুকিয়ে থাকা পানি একটি সমুদ্র গঠন করার জন্য যথেষ্ট পরিমাণে হতে পারে। গবেষণার এই ফলাফল নাসার মারস ইনসাইট ল্যান্ডারের সিসমিক মাপজোকের ওপর ভিত্তি করে তৈরি, যা দুই বছর আগে বন্ধ হওয়ার আগে ১,৩০০-এর বেশি মার্সকোয়েক (মঙ্গলের ভূমিকম্প) শনাক্ত করেছিল।

গবেষকরা কম্পিউটার মডেল এবং ইনসাইট ল্যান্ডার থেকে প্রাপ্ত ভূমিকম্পের গতি সম্পর্কিত তথ্যের সঙ্গে মিলিয়ে দেখেছেন যে, ভূগর্ভস্থ পানি সিসমিক রিডিংগুলির সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে। এই গবেষণার ফলাফল সোমবার Proceedings of the National Academy of Sciences-এ প্রকাশিত হয়েছে।

গবেষণার প্রধান বিজ্ঞানী এবং ক্যালিফোর্নিয়া সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ের Scripps Institution of Oceanography-এর ভাশান রাইট জানান, এই পানি সম্ভবত প্রায় ৩ বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহে যখন নদী, হ্রদ এবং সম্ভবত সমুদ্র ছিল, তখন জমা হয়েছিল। 

তিনি বলেন, পৃথিবীতে আমরা জানি যে যেখানে যথেষ্ট আর্দ্রতা এবং শক্তির উৎস রয়েছে, সেখানে পৃথিবীর গভীরে মাইক্রোবিয়াল জীবন বিদ্যমান থাকে। মঙ্গল গ্রহের ভূগর্ভে জীবন ধারণের উপাদানগুলি উপস্থিত রয়েছে, যদি এই ব্যাখ্যাগুলি সঠিক হয়।

InSight ল্যান্ডার, যা মার্কিন মহাকাশ সংস্থার প্রথম যন্ত্র মঙ্গল গ্রহের পৃষ্ঠের নিচে গবেষণা করার জন্য নকশা করা হয়েছিল, তার অবস্থিতি মঙ্গলের ইকুয়েটরের কাছাকাছি এলিসিয়াম প্ল্যানিশিয়ায়। রাইট আরও জানান, এই অবস্থান যদি মঙ্গল গ্রহের বাকি অংশের প্রতিনিধিত্ব করে, তাহলে ভূগর্ভস্থ পানি একটি বিশ্বব্যাপী সমুদ্রের জন্য ১-২ কিলোমিটার গভীর পর্যন্ত পূর্ণ হতে পারে।

তবে এই পানির উপস্থিতি নিশ্চিত করতে এবং মাইক্রোবিয়াল জীবনের কোনো সম্ভাব্য চিহ্ন খুঁজে পেতে ড্রিলিং এবং অন্যান্য সরঞ্জামের প্রয়োজন হবে। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের অভ্যন্তরীণ অংশ সম্পর্কে আরও তথ্য সন্ধানের জন্য ল্যান্ডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছেন।

৩ বিলিয়নেরও বেশি বছর আগে মঙ্গল গ্রহে প্রায় সব জায়গায় পানি ছিল বলে মনে করা হয়, তবে পাতলা বায়ুমণ্ডলিক চাপের কারণে এর বেশিরভাগ পানি মহাকাশে পালিয়ে গেছে বা পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে বলে বিজ্ঞানীদের ধারণা। সূত্র : আল জাজিরা
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর