২ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:২০

দাম্পত্য জীবনে শান্তি আনতে স্ত্রীর সুখই মূল চাবিকাঠি, বলছে গবেষণা

অনলাইন ডেস্ক

দাম্পত্য জীবনে শান্তি আনতে স্ত্রীর সুখই মূল চাবিকাঠি, বলছে গবেষণা

আজকের কর্মব্যস্ত জীবনে অনেকেই দাম্পত্য সম্পর্কের ওপর চাপ অনুভব করেন, বিশেষ করে পুরুষরা। সারাদিনের কাজের ক্লান্তি ও রাগের বহিঃপ্রকাশ প্রায়ই স্ত্রীদের ওপর পড়ে, যার ফলে সংসারে অশান্তি বেড়ে যায়। কিন্তু, জানলে অবাক হবেন, সংসারে সুখী হতে স্বামীর চেয়ে স্ত্রীর সুখই বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক একটি গবেষণা এ তথ্য জানাচ্ছে।

গবেষণাটি পরিচালিত হয় গড়ে ৩৯ বছর বিবাহিত থাকা ২৯৪ জন দম্পতির ওপর। তাদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যারা দাম্পত্য জীবনে সুখী, সেই নারীরা নিজেদের সম্পর্কের সুখের মাত্রাকে ৬ পয়েন্টের মধ্যে ৫ পয়েন্ট দিয়েছেন। একই সময়ে স্বামীদের রেটিং ছিল আরও ইতিবাচক। গবেষকরা বলছেন, একজন সুখী স্ত্রী তার সঙ্গীকে খুশি রাখতে বেশি মনোযোগী হন, যা সংসারের শান্তি বজায় রাখে।

এমনকি মনোবিজ্ঞান অনুযায়ী, সুখী নারীরা তাদের স্বামীদের জন্য আরও বেশি কিছু করতে প্ররোচিত হন, যা স্বামীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তবে গবেষণায় দেখা গেছে, স্বামী অসুস্থ হলে স্ত্রীর সুখের মাত্রা কমে যায়, কিন্তু স্ত্রী অসুস্থ হলে স্বামীর সুখের মাত্রা খুব একটা পরিবর্তিত হয় না। পুরুষরা স্ত্রীর অসুস্থতায় তেমন মানসিক চাপ অনুভব করেন না, অথচ নারীরা সবসময় স্বামীর যত্ন নিতে ব্যস্ত থাকেন।

প্রফেসর পল ডলানের লেখা ‘হ্যাপি এভার আফটার: এস্কেপিং দ্য মিথ অব দ্য পারফেক্ট লাইফ’ বইতে বলা হয়েছে, বিবাহ থেকে পুরুষরা নারীদের চেয়ে বেশি লাভবান হন। বিবাহিত পুরুষরা দীর্ঘায়ু হন, যেখানে নারীরা সংসারের চাপের কারণে কম বাঁচেন।

গবেষণার সারমর্ম হলো, দাম্পত্য সম্পর্কের স্থায়িত্ব ও সুখ নিশ্চিত করতে স্বামী-স্ত্রী উভয়ের অবদান গুরুত্বপূর্ণ, তবে স্ত্রীর সুখেই সংসারের সত্যিকারের সুখ নিহিত।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর