বিমান প্রযুক্তিতে খ্যাতিমান ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস এবার মহাকাশ অভিযানে নতুন মাত্রা যুক্ত করেছে। প্রতিষ্ঠানটি চাঁদ ও মঙ্গল গ্রহে অনুসন্ধানের জন্য দুটি অত্যাধুনিক রোভার তৈরি করেছে, যা ইতোমধ্যে যুক্তরাজ্যের বেড ফোর্ডশায়ারে সফলভাবে পরীক্ষা করা হচ্ছে।
এই রোভারগুলো চাঁদ ও মঙ্গলের মতো কঠিন পরিবেশে কাজ করতে সক্ষম। এয়ারবাস জানিয়েছে, রোভারগুলোতে রয়েছে রোবোটিক হাত এবং উচ্চমানের নেভিগেশন ক্যামেরা। এগুলো ইউরোপীয় মহাকাশ মিশনের অংশ হিসেবে মহাকাশে পাঠানো হবে। বিশেষ করে মঙ্গলের রুক্ষ পরিবেশে টিকে থাকার জন্য বেড ফোর্ডশায়ারের একটি খনিতে এদের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
রোভারগুলোর কার্যকারিতা:কোডি নামের একটি চার চাকার রোভারে রয়েছে রোবোটিক হাত, যা স্বয়ংক্রিয়ভাবে পাথর সংগ্রহ করতে পারে। অন্যদিকে, চার্লি নামে ছয় চাকার আরেকটি রোভার বড় বাধা এড়িয়ে চলতে সক্ষম। বিজ্ঞানীরা আশা করছেন, এই রোভারগুলো চাঁদে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এয়ারবাসের রোভার প্রোগ্রামের ব্যবস্থাপক ক্রিস ড্রেপার জানান, চাঁদ অভিযান মঙ্গল অভিযানের প্রথম ধাপ হিসেবে গুরুত্বপূর্ণ। একবার চাঁদে রোভারগুলো সফলভাবে কাজ করলে, মঙ্গল অভিযানে সেগুলো ব্যবহার করা হবে।
কোডি রোভার ১০ সেন্টিমিটার আকারের পাথরের নমুনা সংগ্রহ করতে সক্ষম, যা বিজ্ঞানীদের গবেষণায় সহায়ক হবে। চার্লি রোভারে ব্যবহৃত নেভিগেশন কৌশল ইউরোপীয় স্পেস এজেন্সির মঙ্গল মিশনের ফ্ল্যাগশিপ হিসেবে বিবেচিত। এই মিশনগুলোর সফলতা ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল