মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পিইউবি

উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা বিস্তারে কাজ করছে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় নিয়ে কথা বলেছেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম

 

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পেছনের গল্পটা কী?

পুন্ড্র সভ্যতার আড়াই হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসে অনুপ্রাণিত হয়ে বগুড়া সদরের গোকুলে ‘পু-্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (পিইউবি)-এর প্রতিষ্ঠা। বর্তমানে তিনটি অনুষদের অধীনে আটটি বিষয়ে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৫ হাজার ৪০০। উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পিইউবি উচ্চশিক্ষা বিস্তারের দরজা উন্মুক্ত করেছে।

 

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সম্পর্কে বলুন।

পিইউবির স্থায়ী ক্যাম্পাস বগুড়া শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে ৮ কিমি উত্তরে গোকুল, বাঘোপাড়ায় অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৯ একর এলাকা জুড়ে বিস্তৃত সবুজ শ্যামল ক্যাম্পাসটিতে সাতটি বিশালাকার একাডেমিক প্রশাসনিক ভবন ছাড়াও তৈরি হচ্ছে নান্দনিক সুউচ্চ ২০ তলা একাডেমিক ভবন। ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হল, বিস্তৃত কমনরুম, বিশাল অডিটোরিয়াম, দুটি খেলার মাঠ ছাড়াও শহীদ মিনার, জিমনেসিয়াম রয়েছে এ ক্যাম্পাসে।

 

পিইউবির গ্র্যাজুয়েটদের সাফল্য কেমন?

এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী পিইউবি থেকে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এর মধ্যে প্রায় ৮০০ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধারী প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে অবদান রাখছে। এর বাইরে একটি উল্লেখযোগ্য অংশ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত। টিএমএসএস তাদের কারিগরি সহায়তা দিচ্ছে।

 

মেধাবৃত্তি, শিক্ষাবৃত্তির সুযোগ সম্পর্কে বলুন।

এসএসসি-এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্টধারীদের ভর্তির সময় ওয়েভার প্রদান করা হয়। মেধাবী ও যোগ্য গরিব শিক্ষার্থীদের      টিউশন ফির ১০০% ওয়েভার দেওয়া হয়। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী কোটায় ফ্রি অধ্যয়নের সুযোগ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর