বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

সিটি ব্যাংকের কার্ডে ছাড় অফার

নিজস্ব প্রতিবেদক

সিটি ব্যাংকের কার্ডে ছাড় অফার

আগামীর ব্যাংকগুলো হবে সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর। সে লক্ষ্যে এগিয়ে চলেছে ব্যাংকিং সেক্টর। এর মধ্যে ক্যাশলেস দুনিয়ায় চলে এসেছে দেশের জনসাধারণ। মোবাইল কিংবা অ্যাপে ব্যাংকিং লেনদেন সহজ করেছে মানুষের জীবনযাত্রা।  ভার্চুয়াল কার্ড, কিউআর কোড বা অন্য প্রযুক্তি নির্ভর পরিষেবাও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। ভবিষ্যতের লেনদেন পরিচালিত হবে ভার্চুয়ালি। আর ভার্চুয়ালি লেনদেনের অন্যতম মাধ্যম- ব্যাংকের কার্ড। ডেভিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড সব শ্রেণির মানুষের আর্থিক লেনদেন সহজ ও গতিশীল করে তুলেছে। হাতের মুঠোয় নিয়ে এসেছে নানা ধরনের সেবা। নিত্যনতুন সুবিধা নিয়ে আসছে প্রতিষ্ঠানগুলো। বাড়ছে লেনদেনের পরিমাণ। দেশের অর্থনীতিতেও বাড়ছে এর ভূমিকা। গ্রাহক চাহিদা বিবেচনায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সেবা। টাকা পাঠানো, বেতন-ভাতা পরিশোধ, রেমিট্যান্স, ইউটিলিটি বিল, সরকারি ভাতা কিংবা কেনাকাটার বিল পরিশোধে কার্ডের ব্যবহার এখন অনেক বেড়েছে। রেল, বাস ও বিমানের টিকিট কাটা, হোটেল বুকিং, রাইড শেয়ারের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট অপশন ইত্যাদি কার্ডে পেমেন্ট করা যাচ্ছে। যা এখন নাগরিকদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে ব্যাংকগুলো গ্রাহকদের নানা অফার দিয়ে চলেছে। ঈদ-পূজায় ব্যাংকিং সেক্টর গ্রাহকদের লাভজনক অফার নিয়ে আসে। গ্রাহকরা এখন যে কোনো কেনাকাটায় ক্রেডিট কার্ড কিংবা ডেভিড কার্ড ব্যবহার করে উপকৃত হচ্ছেন। এমন বাস্তবতা পরিস্থিতিতে বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অনেক অফার ও ছাড় নিয়ে এসেছে। যার মধ্যে কার্ডে লেনদেনে রয়েছে নানা লাভজনক অফারও। বেসরকারি এই ব্যাংক ১২ লাখের বেশি গ্রাহককে ডেভিড ও ক্রেডিট কার্ড পরিষেবার আওতাভুক্ত করেছে। এসব কার্ড হোল্ডারের মধ্যে ডেবিট কার্ড গ্রাহক রয়েছেন প্রায় সাড়ে ৮ লাখ, ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছেন প্রায় সাড়ে ৩ লাখ এবং প্রিপেইড কার্ড গ্রাহক রয়েছেন কয়েক হাজার। গেল বছরের তথ্যানুসারে, এই ব্যাংক গত এক বছরে প্রায় ২ লাখ নতুন গ্রাহককে নিজেদের কার্ডের পরিষেবায় নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় গত ঈদুল ফিতরের অভিজ্ঞতার আলোকে সিটি ব্যাংক অফারের সংখ্যা থেকে মানোন্নয়নে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। যার ফলে এবার পার্টনারশিপ চুক্তির ক্ষেত্রে শক্তিশালী ব্র্যান্ডগুলোতে বেশি নজর দিয়েছে। এ বিষয়ে সিটি ব্যাংকের হেড অব কার্ড মোহাম্মদ রাজীমুল হক রাজীম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ঈদুল আজহার মূল আকর্ষণ হাট থেকে কোরবানির পশু কেনা। সেদিক বিবেচনায় গ্রাহকদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য সিটি ব্যাংক লিমিটেড ইতোমধ্যে সাদিক এগ্রো, বেঙ্গল মিটসহ ৩০টিরও অধিক অনলাইন এবং অফলাইন ক্যাটল ফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অর্থাৎ এসব ক্যাটল ফার্ম থেকে কোরবানির পশু কেনাকাটায় সহজে কার্ডে লেনদেন করা যাবে। এর বাইরেও গ্রাহকদের লাইফস্টাইল প্রোডাক্টের চাহিদার কথা মাথায় রেখে সিটি ব্যাংক ৯০টিরও অধিক জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডে এমন পরিষেবা (অফার) দিচ্ছে। এর ফলে গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটার পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ ক্যাশব্যাকের সুবিধা পাচ্ছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড হলো- আড়ং, এপেক্স, বাটা, ইয়েলো, আনজারা ইত্যাদি। সিটি ব্যাংক লিমিটেড ডাইনিং অফারে ৭০টির বেশি রেস্টুরেন্টে সহজে বিল পরিশোধের ব্যবস্থা করেছে। এসব রেস্টুরেন্টের মধ্যে ২০টি পাঁচ-তারকা হোটেল রেস্টুরেন্টও রয়েছে। আর অনলাইন অফার থাকছে ৫০টিরও অধিক নামকরা মার্চেন্টে, যার মধ্যে রয়েছে আড়ং, দারাজ, চালডালের মতো বিখ্যাত সব অনলাইন শপ। ঈদুল আজহার অফারের বিস্তারিত জানতে পারেন একটি মাইক্রোসাইটে (লিংক: https://www.thecitybank.com/eid-ul-adha-2023/)। ব্যাংকের কর্মকর্তারা আশাবাদী যে, এ অফারগুলো গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও উৎসবমুখর করে তুলবে।

সর্বশেষ খবর