বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসা ব্যবস্থাপনার মানোন্নয়নে জরুরি স্বাস্থ্যবীমা

ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা ব্যবস্থাপনার মানোন্নয়নে জরুরি স্বাস্থ্যবীমা

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, দেশের মানুষকে যেন বিদেশে গিয়ে উন্নত স্বাস্থ্যসেবা নিতে না হয়, সেজন্য দেশেই উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ হাসপাতাল কাজ করছে। সেই ধারাবাহিকতায় ৫০০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এজন্য দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যবীমা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য- এ হাসপাতালে বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন কার্যক্রম বিশেষ করে লিভার, কিডনি, বোন অ্যান্ড জয়েন্টস এবং পরবর্তীতে হার্ট ও ফুসফুস প্রতিস্থাপনের কথাও আমরা ভাবছি। যেটা বিদেশে কোটি টাকা খরচ করে করতে হয়, সেটা এ হাসপাতালে স্বল্প খরচে সম্ভব হবে। একই সঙ্গে আমি বলতে চাই, দেশের সব মানুষের স্বাস্থ্যবীমা বাধ্যতামূলক করা জরুরি। কারণ উন্নত বিশ্বের কোনো দেশের মানুষ নিজের পকেটের টাকা খরচ করে চিকিৎসা নেয় না। এ বীমা চালু হলে চিকিৎসক ও রোগীর মধ্যে টানাপোড়েন কমবে এবং সবার উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে। ইউনিভার্সেল হাসপাতালে কী ধরনের সেবা দেওয়া হয় জানতে চাইলে তিনি বলেন, এটা ৩৫০ শয্যার হাসপাতাল। তবে অনুমোদিত শয্যা ৫০০। এখানে বহির্বিভাগে সাধারণ চিকিৎসাসহ স্পেশালাইজড বিশেষ করে হার্ট, কিডনি, ডায়াবেটিস চিকিৎসা দেওয়া হয়। ১৮০০ স্বাস্থ্যকর্মী এ হাসপাতালে কাজ করেন। এ হাসপাতালে মূলত জটিল রোগের চিকিৎসা হয়। তাই উচ্চ মধ্যবিত্ত থেকে থেকে শুরু করে সব শ্রেণির মানুষ বেশি আসেন। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না আবার ফাইভ স্টার হাসপাতালে চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম নন তাদের জন্য এ হাসপাতাল বলা যেতে পারে। এখানে দরিদ্রদের জন্যও ১০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা রাখা হয়েছে। যাতে তারা সরকারি হাসপাতালের মতোই চিকিৎসা পেতে পারেন। এমনকি প্রতি মাসে একজন বীর মুক্তিযোদ্ধা ও দরিদ্র ব্যক্তির জন্য হার্টের বাইপাস সার্জারি বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর