৮ ডিসেম্বর, ২০১৫ ১০:২৮

গড় তাপমাত্রা ধরে রাখতে সব রাষ্ট্রের প্রচেষ্টা দরকার

নিজস্ব প্রতিবেদক, প্যারিস থেকে

গড় তাপমাত্রা ধরে রাখতে সব রাষ্ট্রের প্রচেষ্টা দরকার

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি দেড় শতাংশে রাখতে সব রাষ্ট্রকে প্রচেষ্টা চালাতে হবে। কাজটি অসম্ভব না হলেও এ বিষয়ে এখনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোর কাছে দূষণ কমানোর চেয়েও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আসুন সবাই একসঙ্গে এটা নিয়ে চিন্তা  করি এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান করি। গতকাল প্যারিসে জলবায়ু সম্মেলনে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের আহ্বানে যোগ দেওয়া এক বৈঠকে আনোয়ার হোসেন মঞ্জু এসব কথা বলেন। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আল গোর এখন পরিবেশ সচেতনতার জন্য পরিচালিত কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন। প্যারিস জলবায়ু সম্মেলন শেষ হওয়ার প্রাক্কালে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের ভাবনার সম্মিলন করতেই এই বৈঠকের উদ্যোগ নিয়েছে ‘ফ্রেন্ডস অব দ্য ফিউচার’ নামের জলবায়ু পরিবর্তন প্রতিরোধ বিষয়ক কমিটি। এর আগে গত বছর পেরুর লিমাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনেও এই উদ্যোগ নেওয়া হয়েছিল। বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে পাঠানো এক আমন্ত্রণপত্রে আল গোর বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার জন্য বাংলাদেশের প্রতিনিধির উপস্থিতি বিশেষভাবে কামনা করা হচ্ছে।

প্যারিসের ব্লু জোন হলে অনুষ্ঠিত এই বৈঠকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশাপাশি নেতৃস্থানীয় দেশগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বাংলাদেশ ছাড়াও এই বৈঠকে যোগ দেয় ব্রাজিল, নেদারল্যান্ডস, চিলি, যুক্তরাজ্য, সুইডেন, ত্রিনিদাদ, কঙ্গো, মেক্সিকো, কানাডা, গ্রেনাডা, মার্শাল আইল্যান্ড ও কোস্টারিকার প্রতিনিধিরা।

 

বিডি-প্রতিদিন/ ০৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর