২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১০:৩০

মানুষকে অমানুষ করার প্রক্রিয়া চলছে

নিজস্ব প্রতিবেদক

মানুষকে অমানুষ করার প্রক্রিয়া চলছে

গণফোরাম সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ধর্মের নামে বিশ্বব্যাপী অনেক কুকর্ম হচ্ছে। এর ফলে মুসলমানরা পশ্চিমাদের আক্রমণের শিকার হচ্ছে। তিনি বলেন, সর্বত্রই মানুষকে অমানুষ বানানোর প্রক্রিয়া চলছে। মানুষের ঘরে যে জন্ম নেয় তার বড় লক্ষ্য হওয়া উচিত মানুষ হওয়া। আমি ৬০ দশক থেকে দেশে-বিদেশে শিক্ষকতা করেছি। কিন্তু এখানে ছাত্র হিসেবে চার দিন থেকে মনে হয়েছে, এমন কার্যকর প্রশিক্ষণ আর কোথাও নেই।

গতকাল বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে  মিলনায়তনে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্সের চার দিনের প্রশিক্ষণে অংশ নিয়ে শেষ দিনের প্রত্যয়ন অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ড. কামাল বলেন, অমানুষ নয়, ১৬ কোটি মানুষের জাতি হিসেবে আমাদের গড়ে উঠতে হবে। আকাঙ্ক্ষিত স্তরের বাংলাদেশ গড়তে হলে মানুষকে বদলাতে হবে। স্বাধীনতার ৪৫ বছরে এসে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। যে স্বাধীনতার স্বপ্ন আমরা দেখেছিলাম সেটা বাস্তবায়নে কার্যকর শিক্ষা, প্রশিক্ষণ ও পরিবেশের বিকল্প নেই। ড. কামাল হোসেন আরও বলেন, গত সেপ্টেম্বরে আমি জাতিসংঘে আফগানিস্তানের ধর্মমন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। কাবুলের সব স্কুল বন্ধ হয়ে গেছে। তাকে বললাম, ধর্মের কোথায় আছে যে মেয়েরা স্কুলে শিক্ষকতা করতে পারবে না। তিনি দেখি মাটির দিকে তাকিয়ে আছেন। সেখানকার এক ইঞ্জিনিয়ার আমাকে বললেন, তালেবান তার দাড়ি ধরে আঙ্গুল দিয়ে মেপে গালে চড় বসিয়ে দিল। বলল, সাইজ ঠিক নেই। এই লজ্জা কোথায় রাখি। ধর্মের নামে যারা কল্লা কেটে টেলিভিশনে প্রচার করছে, তারা বিশ্বব্যাপী মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করছে। এটা মুসলমানদের কাজ হতে পারে না। অথচ মুসলমানদের বদনাম হচ্ছে। সেই অজুহাতে ভালো ভালো রাষ্ট্র ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেশের তরুণরা আগামী দিনে জাতীয় অগ্রগতির নিয়ামক শক্তি উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, তারুণ্যের মাঝে আমি আবার আশার আলো দেখতে শুরু করেছি। কোয়ান্টাম লাখ লাখ মানুষকে, তারুণ্যকে বদলে দেওয়ার কাজটি করছে। অসম্ভবকে সম্ভব করে তুলছে। এখানে এসে আমরা অর্থপূর্ণ জীবন কীভাবে যাপন করব সে প্রক্রিয়া শিখছি। উদ্ভাবক কর্তৃক এককভাবে নেওয়া ৪০০ কোর্সের প্রশিক্ষক শহীদ আল বোখারি মহাজাতকের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপিকা আসমা আব্বাসী, শিল্পী সামিনা চৌধুরী, আলম আরা মিনু, চয়নিকা চৌধুরী, পুলিশি নির্যাতনের শিকার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী প্রমুখ।


বিডি-প্রতিদিন/ ২৩ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর