বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শুভাগতদের টার্গেট সিরিজ

নিজস্ব প্রতিবেদক

শুভাগতদের টার্গেট সিরিজ

ঢাকা ছাড়ার আগে কাল বিকালে মিরপুরে অফিশিয়াল ফটোসেশনে বাংলাদেশ ‘এ’ দল বাংলাদেশ প্রতিদিন

অস্ট্রেলিয়া সফর স্থগিত করায় এ বছর আর কোনো টেস্ট খেলা নেই বাংলাদেশ ক্রিকেট দলের। ফলে জাতীয় লিগই একমাত্র ভরসা মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের। তবে লঙ্গার ভার্সান ক্রিকেট খেলার সুযোগ থাকছে অপরাপর ক্রিকেটারদের। শুভাগত হোম, লিটন দাস, সৌম্য সরকাররা দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে তিনটি লঙ্গার ভার্সান ম্যাচ খেলবে। গতকাল রাতে পাঁচ সপ্তাহের সফরে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে শুভাগত হোমের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল। কাল ঢাকা ছাড়ার আগে অধিনায়ক শুভাগত ভালোই টার্গেট বলে জানান।     

পাঁচ সপ্তাহের সফরের শুরুতে ‘এ’ দল খেলবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবেন শুভাগতরা। প্রতিপক্ষ স্থানীয় ক্লাব। ২৯ অক্টোবরের তৃতীয় ওয়ানডে ছাড়া বাকি সবগুলো ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক আইরিন ভিলেজার্স ক্লাব। তৃতীয় ও শেষ ওয়ানডের প্রতিপক্ষ গটেং ক্লাব। জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। প্রতিপক্ষ জিম্বাবুয়ে ‘এ’। সফর নিয়ে ম্যানেজার বাশার বলেন, ‘সফরে আমরা তিনটি লঙ্গার ভার্সান ম্যাচ খেলব। জিম্বাবুয়েতে দুটি এবং দক্ষিণ আফ্রিকায় একটি। আমাদের থাকবে ফোকাস লঙ্গার ভার্সান ম্যাচের দিকে। যেহেতু ওয়ানডে ধারাবাহিকভাবে ভালো খেলছি, তাই ওয়ানডে থেকে ফোকাস সরানোর কোনো কারণ দেখছি না।’ অধিনায়ক শুভাগত বলেন, ‘এখন আমাদের টেস্ট খেলা নেই। আমরা সফরে লঙ্গার ভার্সন ম্যাচ খেলব। সেগুলোকে কাজে লাগাতে চাই। ভিন্ন পরিবেশ বলে খেলাটা কঠিন হবে। সেখানকার উইকেটের সঙ্গে আমাদের উইকেটের কোনো মিল নেই। তাই কঠিন হবে খেলা। তারপরও আমাদের টার্গেট টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতা। আমরা সিরিজ জিততে চাই।’ শুভাগত এই প্রথম বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক হলেন। অধিনায়ক নির্বাচিত হয়ে বিস্মিত বলে স্বীকার করেন শুভাগত, ‘আমি আশা করিনি অধিনায়কত্ব পাব। যখন পেয়েছি, তখন দায়িত্ব ভালোভাবেই পালন করতে চেষ্টা করবো।’

‘এ’ দলে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে অধিনায়ক শুভাগত, সৌম্য সরকার, লিটন দাস, মোহাম্মদ শহীদ, আল-আমিন, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলামের। ওয়ানডে ও টি-২০ খেলেছেন সাব্বির রহমান রুম্মন।

 

দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরসূচি

 

তারিখ           ম্যাচ    প্রতিপক্ষ                   ভেন্যু

১৯ অক্টোবর   ৫০ ওভার       আইরিন ভিলেজার্স      আইরিন ভিলেজার্স ক্লাব

২১-২৩ অক্টোবর        ৩ দিনের        আইরিন ভিলেজার্স      আইরিন ভিলেজার্স ক্লাব

২৭ অক্টোবর    ৫০ ওভার       আইরিন ভিলেজার্স      আইরিন ভিলেজার্স ক্লাব

২৯ অক্টোবর    ৫০ ওভার       গটেং স্ট্রাইকার্স আইরিন ভিলেজার্স ক্লাব

০২ নভেম্বর     ৫০ ওভার       জিম্বাবুয়ে ‘এ’                     কুইন্স স্পোর্টস ক্লাব

০৪ নভেম্বর     ৫০ ওভার       জিম্বাবুয়ে ‘এ’                     কুইন্স স্পোর্টস ক্লাব

০৬ নভেম্বর     ৫০ ওভার       জিম্বাবুয়ে ‘এ’                     কুইন্স স্পোর্টস ক্লাব

০৯-১২ নভেম্বর         ৪দিনের          জিম্বাবুয়ে ‘এ’                     বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

১৫-১৮ নভেম্বর         ৪দিনের          জিম্বাবুয়ে ‘এ’                     বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব

 

বাংলাদেশ ‘এ’ দল : শুভাগত হোম (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর