বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শোয়েব মালিকের প্রথম ডাবল সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক

শোয়েব মালিকের প্রথম ডাবল সেঞ্চুরি

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন শোয়েব মালিক। ২৪ বাউন্ডারি এবং ৪ ছক্কায় ২৪৫ রান করেন পাকিস্তানি তারকা ব্যাটসম্যান। সেঞ্চুরি করেছে আরেক তারকা ব্যাটসম্যান আসাদ শফিক। ব্যাটসম্যানদের দাপটে আবুধাবী টেস্টের দ্বিতীয় দিনটাও নিজের করে নিয়েছে পাকিস্তান। গতকাল তারা ৮ উইকেটে ৫২৩ রান করে ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ড ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে করেছে ৫৬ রান। এখনো তারা পাকিস্তানের চেয়ে ৪৬৭ রানে পিছিয়ে।

শোয়েব মালিক সব শেষ জাতীয় দলের হয়ে সাদা পোশাকে খেলতে নেমেছিলেন ২০১০ সালে। তারপর অনেক চড়াই উতরাই পেরিয়ে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। আর দলে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসেই বাজিমাত। খেললেন ২৪৫ রানের অসাধারণ ইনিংস। মালিকের প্রথম ডাবল সেঞ্চুরি এটি। তাছাড়া এর আগে তার সেঞ্চুরিই ছিল মাত্র দুটি। সব শেষ সেঞ্চুরি করেছিলেন ২০০৯ সালে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর