বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

গলে কারুণারত্নের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক

গল টেস্টের প্রথম দিনই অবস্থান শক্ত করে নিয়েছে শ্রীলঙ্কা। ওপেনার কারুণারত্নের সেঞ্চুরিতে ২ উইকেটে ২৫০ রান তুলে দিন শেষ করেছে স্বাগতিকরা। আজ ৮ উইকেট শিকারের টার্গেটে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিংয়ে নামে কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে ছাড়া শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুই ওপেনার কারুণারত্নে ও সিলভা ৫৬ রানের ভিত দেন। সিলভা ব্যক্তিগত ১৭ রানে সাজঘরে ফিরলে কারুণারত্নের সঙ্গে জুটি বাধেন থিরিমানে। দুজনে যোগ করেন ৪৫ রান। দলীয় ১০১ রানে সাজঘরে ফিরেন থিরিমানে। এরপর তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে দিন পার করেন কারুণারত্নে ও দিনেশ চন্ডিমল। দুজনে অবিচ্ছিন্নভাবে যোগ করেন ১৪৯ রান। কারুণারত্নে অপরাজিত থাকে ১৩৫ রানে। ২৮৮ বলের ইনিংসটিতে ছিল একটি ছক্কা ও ১০টি চার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গলে যে কোনো শ্রীলঙ্কান ওপেনারের এটা সর্বোচ্চ স্কোর। আগের স্কোরটি ছিল মালিন্দা ওয়ার্নাপুরার। ২০০৮ সালে ১২০ রানের ইনিংস খেলেছিলেন ওয়ার্নাপুরা। চন্ডিমল অপরাজিত রয়েছেন ৭২ রানে। ১৪৬ বলের ইনিংসটিতে রয়েছে ৬টি চার ও একটি ছক্কা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর