রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

২২তম স্থানে সিদ্দিকুর

ক্রীড়া ডেস্ক

২২তম স্থানে সিদ্দিকুর

তৃতীয় রাউন্ড শেষে ম্যাকাও ওপেনে ২২তম স্থানে উঠে আসলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। এই টুর্নামেন্টে শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। প্রথম রাউন্ডে ছিলেন দ্বিতীয়তম। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই খেই হারিয়ে ফেলেন। পারের চেয়ে তিন শট বেশি খেলে হয়েছেন ৩০তম। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে আবার ২২তম স্থানে উঠে এসেছেন। তিন রাউন্ড শেষে সব মিলে পারের চেয়ে মোট ৫ শট কম খেলেছেন সিদ্দিকুর। গতকাল শুরুটা দারুণ করেছিলেন সিদ্দিকুর। প্রথম চার হোলেই দুইটা বার্ডি। কিন্তু সপ্তম হোলে গিয়ে একটা বগি পেয়ে যান। ১১ ও ১৩তম হোলে আরও দুইটা বার্ডি। কিন্তু পরের হোলেই একটা বগি পেয়ে যান। তবে দিনের শেষ চার হোলে পার পেয়েছেন দেশসেরা গলফার। ১৮ হোলের খেলায় গতকাল মোট চারটা বার্ডি এবং দুই বগি পান সিদ্দিকুর।  তিন রাউন্ড শেষে লিডারবোর্ডের শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার স্কট হেন্ড। তিনি পারের চেয়ে মোট ১৫ শট কম খেলেছেন। ১২ শট কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের তারকা গলফার অনির্বান লাহিরী। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক গলফার চিরাগ কুমার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর