রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফুটবলে কুয়েত নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক

ফুটবলে কুয়েত নিষিদ্ধ

এশীয় অঞ্চলে ফুটবলে শক্তিশালী দেশ কুয়েতকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে ফিফা। বিবৃতিতে ফিফা জানায়, গত ২৪ ও ২৫ সেপ্টেম্বর ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় কুয়েতকে সতর্ক করে দেওয়া হয়েছিল। এরপরও তাদের ফেডারেশন সরকারিভাবে হস্তক্ষেপ করা হয়। সভায় বলা হয়েছিল কুয়েত ফুটবল অ্যাসিয়েশন এবং ক্লাবগুলোর ওপর সরকারি হস্তক্ষেপ বন্ধ করা হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এরপরও কুয়েত সরকার তা কর্ণপাত করেনি।

এই নিষেধাজ্ঞার ফলে কুয়েত এখন কোনো ধরনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে না। কোনো ধরনের আর্থিক সহায়তাও পাবে না। কুয়েত এমন সময় নিষিদ্ধ হলো যখন বিশ্বকাপ বাছাইপর্বে বেশ শক্তিশালী অবস্থানে গ্রুপ জিতে শীর্ষে থাকা দক্ষিণ কোরিয়ার পরই তাদের অবস্থান। ১৭ নভেম্বর মিয়ানমারের বিপক্ষে কুয়েতের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ফিফার এমন সিদ্ধান্তে কুয়েত ফুটবলের সবকিছু অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর