রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিদেশি দলগুলো আসছে আজ

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বিদেশি দলগুলো আসছে আজ

দেশের ইতিহাসের দ্বিতীয় ক্লাব কাপ টুর্নামেন্ট ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের জন্য প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রামের প্রথম আন্তর্জাতিক ক্লাব টুর্নামেন্টকে সামনে রেখে ক্রীড়া অঙ্গনে চলছে উৎসবের আমেজ। এ টুর্নামেন্টের মাধ্যমে ফুটবল উৎসব সবার মধ্যে ছড়িয়ে দিতে চলছে তুমুল প্রচারণা। বিভিন্ন পয়েন্টে কনসার্ট আয়োজনের পাশাপাশি চলছে ব্র্যান্ডিংয়ের কাজও। এ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা দিতে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

(সিএমপি)। টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি আলী আব্বাস বলেন, ‘টুর্নামেন্টের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রবিবার সব দল চট্টগ্রামে আসবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা

নিশ্চিত করতে সিএমপি’র পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।’

টুর্নামেন্ট কমিটির আরেক সহ-সভাপতি সিরাজুদ্দিন মো. আলমগীর বলেন, ‘এ টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের নব জাগরণ হবে। সবার মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে চালানো হচ্ছে প্রচারণা এবং বিভিন্ন পয়েন্টে করা হচ্ছে কনসার্ট।’

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা শুক্রবার থেকে চট্টগ্রামে এসে অনুশীলন শুরু করেছে। বাকি দলগুলো আজ চট্টগ্রামে এসে পৌঁছার কথা রয়েছে। বিদেশি দলগুলোর মধ্যে সকালে সর্বপ্রথম চট্টগ্রামে পা রাখবে ভারতের ইস্ট বেঙ্গল ক্লাব ও কলকাতা মোহামেডান। বিকাল তিনটায় আসবে পাকিস্তানের করাচি ইলেক্ট্রিক ক্লাব ও  শ্রীলঙ্কার সলিড এফসি। আফগানিস্তানের দলটি বিকাল পাঁচটায় চট্টগ্রামে আসবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর অনুশীলন ভেন্যুও নিশ্চিত হয়েছে। দলগুলো বন্দর স্টেডিয়াম, দামপাড়া পুলিশ লাইন মাঠ, হালিশহর জেলা পুলিশ লাইন মাঠ, শারিরীক শিক্ষা কলেজের

মাঠগুলোতে অনুশীলন করবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো উঠবেন চট্টগ্রামের হোটেল আগ্রাবাদ ও পেনিনসুলায়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নানান নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে সিএমপি।

নিরাপত্তা বিষয়ে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বলেন, ‘টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশি-বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তিনস্তরের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

টুর্নামেন্টটি উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি শেষ মুহূর্তে নাও আসতে পারেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী আসতে না পারলেও টেলিকনফারেন্সের মাধ্যমে এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এ টুর্নামেন্টে প্রথম রাউন্ডে প্যাভিলিয়নের টিকিট মূল্য ১০০ ও গ্যালারি ৫০ টাকা। সেমিফাইনালে প্যাভিলিয়নে ২০০ ও গ্যালারি ১০০ টাকা। ফাইনালে প্যাভিলিয়নে ৩০০ ও গ্যালারি ১৫০ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর