রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

থাকছেন না অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সাজঘরের পরিবেশ কেমন হয়, ক্রিকেটারদের মানসিক অবস্থা কেমন থাকে এবং কতটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ হয় ম্যাচগুলো-সেসব জানতে বিপিএলের তৃতীয় আসরে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের রাখতে চেয়েছিল বিসিবি। কিন্তু খেলা থাকায় এই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে হচ্ছে ক্রিকেট বোর্ডকে। ফলে বিপিএলে দেখা যাবে না যুব ক্রিকেটারদের। যুবা ক্রিকেটারদের না দেখা গেলেও দেশি ও বিদেশি ক্রিকেটারদের সংখ্যা বাড়ছে।

দিন কয়েক আগে সংবাদ সম্মেলন করে বিপিএল আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল দেশি ও বিদেশি ক্রিকেটারদের সংখ্যা। ১২৩ বিদেশি ক্রিকেটারের সঙ্গে ১৯৬ বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছিল। কিন্তু সংখ্যাটা বাড়ছে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আরও ১৫-২০জন ক্রিকেটার সংযুক্ত হচ্ছে তালিকায়। এসব ক্রিকেটার আসছেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ থেকে। তবে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১৫০ জন ক্রিকেটার।’

সর্বশেষ খবর