রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ড্র

ক্রীড়া প্রতিবেদক

প্রথম চারদিনে ১৭ উইকেটের পতন এবং বিপরীতে স্কোর বোর্ডে রান ১১২১। এমন পরিস্থিতিতে আবুধাবী টেস্টের ভবিষ্যৎ চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারেন ড্র! ড্রই হয়েছে টেস্ট। কিন্তু পঞ্চম দিন যে নাটকীয়তার জন্ম দিয়েছিল, তাতে ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে অবাক হওয়ার কিছু ছিল না।  শোয়েব মালিকের ২৪৫ রানের জবাবে অ্যালিয়েস্টার কুকের ধীরলয়ের ২৬৩ রান। পাকিস্তানের ৮ উইকেটে ৫২৩ রানের জবাবে ইংল্যান্ডের ৯ উইকেটে ৫৯৮ রান। এমন চিত্র প্রথম চার দিন পর্যন্ত। তাহলে ম্যাচের চিত্র ড্র ছাড়া আর কি হবে? কিন্তু অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রান দিয়ে উইকেটশূন্য আদিল রশিদ দ্বিতীয় ইনিংসে একাই ধ্বসিয়ে দেন পাকিস্তানকে। ৭৯ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন ১৭৩ রানে। ফলে পাকিস্তান এগিয়ে যায় মাত্র ৯৮ রানে। জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১৯ ওভারে ৯৯ রানের। মামুলী টার্গেটে খেলতে নেমে ১১ ওভারে ৪ উইকেটে ৭৪ রান তুলেও ফেলে ইংলিশরা। জয়ের জন্য দরকার আর মাত্র ২৫ রান এবং হাতে ওভার আছে ৮টি। জয়োৎসব শুরুও করে দেন কুকরা। কিন্তু আলো স্বল্পতায় শেষ পর্যন্ত খেলা হতে পারেনি। উত্তেজনা ছড়িয়ে টেস্টটি ড্র হয়।   

সর্বশেষ খবর