রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

রোনালদোর ইতিহাস

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়ে আপাতত শীর্ষস্থান দখল করেছে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। তবে এ খবরের চেয়েও আকর্ষণীয় বিষয় ছিল সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের সামনে। তারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আজই কি ভেঙে যাবে স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেসের রেকর্ডটা! এ বিস্ময়মাখা প্রশ্নের উত্তর দিতে ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র ৩০ মিনিট সময় নিলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটেই রোনালদো ছাড়িয়ে যান রাউলকে।  রোনালদো রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩২৪তম গোল করলেন মাত্র ৩১০ ম্যাচ খেলে। যা ইতিহাস। রাউল গঞ্জালেস ৩২৩ গোল করতে খেলেছিলেন ৭৪১ ম্যাচ!  ফেরেনচ পুসকাস আছেন রোনালদোর সবচেয়ে কাছে। তিনি ০.৯২ গড়ে ২৬২ ম্যাচে ২৪২ গোল করেছেন। রাউল গঞ্জালেসের রেকর্ডটা ক্রিস্টিয়ানো রোনালদো অর্ধ যুগও টিকে থাকতে দিলেন না। তবে রোনালদোর রেকর্ড ভাঙা হবে একটা দুঃসাধ্য কাজ। এরই মধ্যে এ পর্তুগিজ ঘোষণা দিয়েছেন, তিনি রিয়াল মাদ্রিদেই ক্যারিয়ার শেষ করতে চান। ৩০ বছরের এ স্ট্রাইকার অন্তত ৩৬ বছর পর্যন্ত খেলতে চান সান্তিয়াগো বার্নাব্যুতেই। যদি তাই হয়, তবে তার গোলের সংখ্যা হিসাব করার জন্য সুপার কম্পিউটারেরই প্রয়োজন হবে! ক্রিস্টিয়ানো রোনালদো দিন কয়েক আগেই ক্লাব ও আন্তর্জাতিক জার্সি মিলিয়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। ব্রাজিলিয়ন কিংবদন্তি রোমারিওর পর তিনিই এই কীর্তি গড়লেন। দেখা যাক, রোনালদোর শেষ গন্তব্য কোথায় হয়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর