সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জম্নদিনে শেখ রাসেলকে স্মরণ

ক্রীড়া প্রতিবেদক

জম্নদিনে শেখ রাসেলকে স্মরণ

শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালকরা শেখ রাসেলের জম্নদিনে কেক কাটছেন - রোহেত রাজীব

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জম্নদিন ছিল গতকাল। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ক্রীড়াঙ্গনে দেশের শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র শেখ রাসেলের জম্নদিন পালন করে। বনানী গোরস্থানে শেখ রাসেলের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করা হয়। এরপর বনানী মসজিদে দোয়া মাহফিল। সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল ক্লাবে  শেখ রাসেলকে স্মরণ করে জম্নদিনের কেক কাটেন দলের পরিচালকরা। তার আগে ক্লাবে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শেখ রাসেলের জম্নদিন উপলক্ষে পুরো ক্লাব আলোকসজ্জিত করা হয়েছে। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, মীর সমীর (সহ-সভাপতি), সালেহ জামান সেলিম (পরিচালক ক্রীড়া), আবদুল লতিফ (পরিচালক অর্থ), পরিচালক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ময়নাল হক মঞ্জু, আবুল কাশেম, স. ম. হাসান জামান, ওয়াসিউর রহমান, জাকির হোসেন, হামিদুল হক, শামসুল আরেফীন, শাহ আলম, কাজী কামরুল আহমেদ, খবির হোসেন সরকার ও স্থায়ী সদস্য মীর শাহাবুদ্দিন টিপু, আবদুর রহিম, আবু বকর খান, জাহেদুল হক এবং বেলায়েত হোসেন এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এ ছাড়া মাকসুদুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেখ রাসেলের স্মৃতিকে ধরে রাখতে তার নামকরণে ১৯৯৫ সালে শেখ রাসেল ক্রীড়াচক্র স্থাপিত হয়। পাইওনিয়ার ফুটবল লিগ থেকে ক্রীড়াঙ্গনে এই ক্লাবের যাত্রা শুরু। এরপর তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ২০০৪ সালে ফুটবলে দেশের সবচেয়ে জনপ্রিয় আসর প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। অভিষেক আসরেই রানার্সআপ হয় শেখ রাসেল।

 

বনানী গোরস্তানে শেখ রাসেলের কবর জিয়ারত করছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালকরা        - বাংলাদেশ প্রতিদিন

 

পেশাদার লিগে শুরু থেকেই ক্লাবটি অংশ নিচ্ছে। ২০১৩-১৪ মৌসুমে লিগ ছাড়াও ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়। সুপার কাপে রানার্সআপের ট্রফি ঘরে তোলে। শক্তিশালী দল গড়েও দুর্ভাগ্যক্রমে পেশাদার লিগে এবার চ্যাম্পিয়ন হতে পারেনি শেখ রাসেল। রানার্সআপ হয় জনপ্রিয় দলটি। আসছে মৌসুমেও শক্তিশালী দল গড়ার লক্ষ্যে ক্লাব পরিচালকরা তৎপরতা শুরু করছেন।

 

সর্বশেষ খবর