সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শুভাগতদের প্রথম ওয়ানডে আজ

ক্রিয়া প্রতিবেদক

শুভাগতদের প্রথম ওয়ানডে আজ

দক্ষিণ আফ্রিকার এ দলের বিপক্ষে আজ প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’। মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন শুভাগতরা বিসিবি

নিরাপত্তাহীনতার আশঙ্কায় হঠাৎই বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। এরপর দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলও হাঁটতে থাকে দেখান সেই পথে। দুই দুটি দলের সফর স্থগিত হওয়ায় বিপাকে পড়ে যায় বিসিবি। তবে উদ্ভ‚ত সেই জটিল পরিস্থিতি সামাল দেয় বিসিবি জিম্বাবুয়েকে ম্যাচ খেলতে রাজী করিয়ে। জিম্বাবুয়ে বেশ কয়েকটি ওয়ানডে ও টি-২০ খেলতে ঢাকায় আসবে নভেম্বরের প্রথম সপ্তাহে। জিম্বাবুয়ে সফরের পরপরই মাঠে গড়াবে জমকালো বিপিএলের তৃতীয় আসর। বিপিএল খেলে ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করবেন জিম্বাবুয়ে সিরিজ ও টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের জন্য। ঘরের মাঠে যেমন ক্রিকেট থাকছে। তেমনি আবার দেশের বাইরেও ক্রিকেট খেলছেন ক্রিকেটাররা। দেশের বাইরে ক্রিকেট খেলতে জাতীয় দলের একাধিক ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দল পাঁচ সপ্তাহের সফরে এখন দক্ষিণ আফ্রিকা। সেখানে তিনটি ওয়ানডে ও একটি তিনদিনের ম্যাচ খেলবেন শুভাগত হোম, সৌম্য সরকাররা। আজ আইরিন ভিলেজার্স মাঠে স্বাগতিক আইরিন ভিলেজার্স দলের বিপক্ষে সফরের প্রথম ওয়ানডে খেলতে নামছে শুভাগত বাহিনী। দলের সঙ্গে কোচ হিসেবে যোগ দিয়েছেন রিচার্ড হালসাল। বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হালসাল ছুটিতে ইংল্যান্ড চলে এসেছিলেন। সেখান থেকে দলের সঙ্গে যোগ দেন দক্ষিণ আফ্রিকায়। 

পাঁচ সপ্তাহের সফরটি বিভক্ত দুই ভাগে। প্রথমভাগে খেলবে আফ্রিকায় এবং দ্বিতীয়ভাগে জিম্বাবুয়েতে। জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে ‘এ’ দল। কিন্তু দক্ষিণ আফ্রিকায় প্রতিপক্ষ সব প্রথম শ্রেণির ক্রিকেটার। আজকের খেলার আগে আইরিন ভিলেজার্স ক্লাবের মাঠের সবুজ ঘাসের উইকেটে শুভাগতরা অনুশীলন করেন কাল। অনুশীলন শেষে ড্যাসিং ওপেনার ও ‘এ’ দলের সহ অধিনায়ক ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা বলেন, ‘আমরা সবুজ ঘাসের উইকেটে অনুশীলন করেছি। অনুশীলনটা খুবই ভালো হয়েছে। এই উইকেটে অনুশীলন করাতে ব্যাটসম্যানদের ভালো হয়েছে। অবশ্য বোলারদের জন্য খুব ভালো হয়েছে ঘাসের উইকেটের অনুশীলন। বোলাররা যদি লাইন লেন্থ বজায় রেখে বোলিং করতে পারেন, তাহলে সাফল্য পাবেন। যদিও উইকেট ও আবহাওয়া ভিন্ন, তারপরও এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। আমরা সেসব গ্রহণ করতে চাই।’

‘এ’ দল যথেষ্ট শক্তিশালী। এই দলে টেস্ট ক্রিকেটার রয়েছেন ছয়জন এবং জাতীয় দলের খেলার অভিজ্ঞতা রয়েছে আট জনের। আজকের ম্যাচের পর একই প্রতিপক্ষের বিপক্ষে একই ভেন্যুতে তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। এরপর দুটি ওয়ানডে খেলে শুভাগতরা উড়ে যাবেন জিম্বাবুয়ে।

 

সর্বশেষ খবর