সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জকোভিচ অপরাজেয়!

ক্রীড়া ডেস্ক

জকোভিচ অপরাজেয়!

একটা সময় ছিল যখন রজার ফেদেরার কিংবা পিট সাম্প্রাসকে কোর্টে হারানোর জন্য শত্র“ পক্ষ ছক কষতো। কিন্তু তাতে ফল হতো খুব কমই। পিট সাম্প্রাস যেমন মাঝে মধ্যে আন্দ্রে আগাসির কাছে হারতেন ফেদেরার হারতেন রাফায়েল নাদালের কাছে। এর বাইরের দুনিয়া দুজনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিল নির্দ্বিধায়। প্রতিপক্ষ ফেদেরার কিংবা পিট সাম্প্রাস হলে পরাজয়টা ভাগ্যলিপি ধরেই কোর্টে যেতেন টেনিস তারকারা। সেই ধারায় পরিবর্তন এসেছে অনেক আগেই। পিট সাম্প্রাস তো বিদায় নিয়েছেন সেই কবে। আর ফেদেরারও বার্ধক্যের টেনিস খেলে চলেছেন। এর মধ্যে টেনিস দুনিয়ার নতুন রাজা হিসেবে রাফায়েল নাদালকে বহু পিছনে ফেলে নাম লিখিয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। কোনো টেনিস তারকাই এখন আর তাকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখে না। কালেভদ্রে ‘ঝড়ে কাক’ হয়তো মরে। কিন্তু ওইটুকুই। হংকং ওপেনের ফাইনালে ফরাসি তারকা জো উইলফ্রেড সঙ্গাকে ৩-৬, ৭-৬, ৬-১ গেমে হারিয়ে শিরোপা জয়ের পর সাংবাদিকরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছিলেন নোভাক জকোভিচকে। কিভাবে হারানো সম্ভব বর্তমান পুরুষ এককের এক নম্বরকে! জবাবে সোজা-সাপ্টাভাবে জকোভিচ বললেন, ‘এটা একটা ভালো প্রশ্ন। তবে আমি নিজেই জানি না এর উত্তর।’ সেই সঙ্গে জকোভিচ এও বললেন, তিনি তার ক্যারিয়ারের সেরা সময়ে আছেন। বিশেষ করে গত দুই সপ্তাহে তিনি অসাধারণ টেনিস খেলেছেন। ফেদেরার, নাদাল আর অ্যান্ডি মারেরা ব্যর্থ হয়েছেন জকোভিচের কাছে। এবার নতুন কারও উত্থান প্রয়োজন তার পতনে!

সর্বশেষ খবর