মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল শুরু

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল শুরু

শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে আজ চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল ক্লাব। কলকাতার ক্লাবটির বিপক্ষে ফুটবল লড়াইয়ে নামার আগে কাল অনুশীলন করলেন জাহিদ-এমিলিরা -বাংলাদেশ প্রতিদিন

ফুটবল উৎসবের রং লেগেছে বন্দরনগরী চট্টগ্রামে। প্রথমবারের মতো আয়োজিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরেই চলছে ফুটবল যজ্ঞ। আজ এমএ আজিজ স্টেডিয়ামে পাকিস্তানের করাচি ইলেকট্রিক ক্লাব এবং ঢাকা আবাহনী  ম্যাচ দিয়ে পর্দা ওঠছে শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের পর্দা। ম্যাচটি শুরুর সঙ্গে সঙ্গে প্রথম টেস্ট জয়ের সূতিকাগার এমএ আজিজ স্টেডিয়ামে রচিত হবে বাংলাদেশের ফুটবলের আরেকটি ইতিহাস।

এমএ আজিজ স্টেডিয়ামের দিকেই এখন ফুটবলপ্রেমীদের দৃষ্টি। আন্তর্জাতিক এ ক্লাব ফুটবলকে সামনে রেখে সাজানো হয়েছে এমএ আজিজ স্টেডিয়াম। বর্ণিল সাজে সেজেছে বন্দরনগরী। মানুষের প্রাণে জাগরণ তুলতে টুর্নামেন্টকে সামনে রেখে আয়োজকরা আয়োজন করেন ব্যতিক্রমধর্মী র‌্যালির। র‌্যালিতে দলগুলোর পতাকা এবং রং-বেরং এর ব্যানার-ফেষ্টুন শোভা পায়। র‌্যালিটি এমএ আজিজ স্টেডিয়ামের সম্মুখ থেকে বিমান অফিসের সামনে দিয়ে লাভ লেইন হয়ে জামাল খান মোড় হয়ে খাস্তগীর স্কুলের সামনে দিয়ে আশকার দিঘির পাড় হয়ে স্টেডিয়ামে প্রবেশ করে। র‌্যালিটি উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব শামছুল হক চৌধুরী এম পি। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন, টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী এবং টাইটেল স্পন্সর সাইফ পাওয়ার টেক এর স্বত্বাধিকারী তরফদার রুহুল আমিন, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি আলী আব্বাস এবং সিরাজউদ্দিন মো. আলমগীর। টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন বলেন, ‘ফুটবলের সোনালি অতীত ফিরিয়ে আনতেই আন্তর্জাতিক টুর্নামেন্টটির আয়োজন। টুর্নামেন্টটির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ফুটবল প্রতিভাকে তুলে ধরতে চাই। এখন থেকে প্রতিবছরই এ টুর্নামেন্টের আয়োজন করা হবে।’

 

শেখ কামাল ক্লাব ফুটবল টুর্নামেন্টের ঘিরে যেন প্রাণ ফিরে পেয়েছে চট্টগ্রামের ফুটবলের। চট্টগ্রাম আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়া বেশ উচ্ছ্বসিত দর্শক ও ক্রীড়া সংগঠকরা। মিজানুর রহমান চৌধুরী নামে এক ফুটবলপ্রেমী বলেন, ‘দেশে ভালো মানের কোনো টুর্নামেন্ট হয় না। তাই শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল ‘নাই মামার চেয়ে, কানা মামা ভালো’র মতো। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটাবে এ টুর্নামেন্ট।’ চট্টগ্রাম মোহামেডানের সহ-সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘এ টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রামে ফুটবলের দর্শক খরা ঘুচবে। দর্শকদের কথা চিন্তা করে প্রতি বছর যেন আয়োজন করা হয় এ টুর্নামেন্ট।’

আজ বিকাল সাড়ে চারটায় পাকিস্তানের করাচি ইলেকট্রিক ক্লাব এবং ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের। সন্ধ্যা সাড়ে সাতটায় উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী এবং ভারতের কলকাতার কিংফিশার ইস্টবেঙ্গল ক্লাব। বুধবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার সলিড এফসি এবং ভারতের কলকাতা মোহামেডান স্পোর্টিং ক্লাব। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের ডি স্পিঙ্গার বাজান ক্লাব মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। গ্রুপ পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপের সেরা দুদল আগামী ২৭ এবং ২৮ অক্টোবর দুটি সেমিফাইনালে মুখোমুখি হবে। ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয় আট দল। সকালে চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুশীলন করে ঢাকা মোহামেডান, কলকাতা মোহামেডান বিকালে ঢাকা আবাহনী এবং চট্টগ্রাম আবাহনী। দামপাড়া পুলিশ লাইন মাঠে সকালে অনুশীলন করে শ্রীলঙ্কার সলিড এফসি, আফগানিস্তানের ডি স্পিঙ্গর বাজান, বিকালে পাকিস্তানের করাচি ইলেকট্রিক ক্লাব এবং ভারতের ইস্ট বেঙ্গল ক্লাব।

 

সর্বশেষ খবর