মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সবার দৃষ্টি এখন ইস্ট বেঙ্গল কলকাতা মোহামেডানের দিকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সবার দৃষ্টি এখন ইস্ট বেঙ্গল কলকাতা মোহামেডানের দিকে

শেখ কামাল ফুটবল টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ কলকাতার ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ক্লাব। আজ ক্লাবটি মিশন শুরু করবে চট্টগ্রাম আবাহনী ম্যাচ দিয়ে। কাল শেষ বিকালে অনুশীলন করে মানিয়ে নিচ্ছেন কলকাতার ফুটবলাররা --বাংলাদেশ প্রতিদিন

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের সব আলো যেন কেড়ে নিয়েছে ভারতের দুই ঐতিহ্যবাহী ক্লাব কলকাতা ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং। শক্তি ও সামর্থ্যে সব দিক দিয়ে এগিয়ে ওপার বাংলার দুই দল। ফলে শিরোপার অন্যতম দাবিদারও। টুর্নামেন্ট শুরুর আগে দুই অধিনায়ক ও কোচও জানান নিজেদের প্রত্যাশার কথা।

কলকাতা লিগের ৩৭ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল শেখ কামাল আমন্ত্রণমূলক টুর্নামেন্টের হট ফেবারিট। টুর্নামেন্টে দলটির প্রত্যাশা নিয়ে হেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ‘আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। তাই এটা ছাড়া আর কিছু ভাবছি না। আমাদের পারফরমেন্স জানিয়ে দেবে, আমরা শিরোপার জন্য এসেছি।’ এ দলের নিয়মিত ১৪ খেলোয়াড় ভারতের জাতীয় লিগ আইএসএল খেলছে। দলের সিংহভাগ খেলোয়াড় না থাকলেও নিজেদের দুর্বল ভাবতে রাজি নয় ইন্ডিয়ান সুপার লিগের তিনবারের চ্যাম্পিয়ন এ দলটির কোচ বিশ্বজিৎ। দলে শক্তি সমর্থ্য নিয়ে বলেন, ‘আমাদের আক্রমণ ও রক্ষণভাগ অসাধারণ। দলে আছেন ইন্ডিয়ান সুপার লিগ ও কলকাতা লিগের টপ স্কোরার নাইজেরিয়ান স্ট্রাইকার রন্টি মার্টিন, কোরিয়ান দুদং উইংসহ চার বিদেশি খেলোয়াড়। এছাড়া জাতীয় বয়সভিত্তিক দলের কয়েকজন তুখোড় খেলোয়াড় রয়েছেন এ দলে। যথেষ্ট ভালো দল গড়েছি আমরা।’ টুর্নামেন্টের অন্যতম দাবিদার ইস্টবেঙ্গল শক্তি ও সামর্থ্যে এগিয়ে থাকলেও টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি দলগুলোর বিষয়ে কোনো ধারণাই নেই। এটাকে দুর্বল দিক হিসেবে দেখছে ইস্টবেঙ্গলের অধিনায়ক দীপক মন্ডল, ‘টুর্নামেন্টে যে দলগুলো খেলছে তাদের বিষয়ে কোনো ধারণা নেই। তাই প্রতিপক্ষের শক্তি না জেনেই মাঠে নামতে হবে আমাদের। আশা করছি মাঠে খেলোয়াড়রা ভালো পারফরমেন্স করতে পারবে।’

ওপার বাংলার আরেক জনপ্রিয় দল কলকাতা মোহামেডান শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু ভিসা সমস্যায় আসতে পারেনি চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ভিসা সমস্যার সমাধান না হলে শেষ মুহূর্তে বেকায়দায় পড়বে দলটি। অবশ্য কলকাতা মোহামেডানের কোচ শুভ্রত ভট্টাচার্যের প্রত্যাশা মঙ্গলবারের মধ্যে মিটে যাবে খেলোয়াড়দের ভিসা সমস্যা। টুর্নামেন্টে নিজেদের প্রত্যাশা নিয়ে মোহামেডানের কোচ বলেন, ‘কলকাতা মোহামেডান ঐতিহ্যবাহী দল। আমরা ঐতিহ্য ধরে রাখতে প্রাণপণ চেষ্টা করব। আমরা দর্শকদের হতাশা করব না। তিন বিদেশি ও জাতীয় দলের ৪ খেলোয়াড়কে নিয়ে গড়া এ দল চ্যাম্পিয়নই হবে।’

 

সর্বশেষ খবর