শিরোনাম
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মাঠে নামছে বার্সা বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

মাঠে নামছে বার্সা বায়ার্ন

রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য দুঃসংবাদ। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওয়েলসিয়ান তারকা গেরেথ বেলে ইনজুরিতে আক্রান্ত হয়ে অনুশীলনে থাকতে পারেননি। ইনজুরিতে আছেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজও। অবশ্য পিএসজির সঙ্গে আগামীকালের ম্যাচে এ দুজন থাকছেন কি না তা এখনই বলা যাচ্ছে না। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের কঠিনতম লড়াইয়ে মাঠে নামছে ফেবারিটরা। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ আজ ব্যাটে বরিসভ। বেলারুশ এ ক্লাব কঠিন কোনো প্রতিপক্ষ না হলেও ইনজুরি আক্রান্ত মেসিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে। অবশ্য এরই মধ্যে মেসির অভাব পুষিয়ে দিতে শুরু করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত ম্যাচেই তিনি ৪ গোল করে দলকে উপহার দিয়েছেন এক অসাধারণ জয়। এই ধারা আজও ধরে রাখতে পারেন নেইমার। এদিকে আজ নক আউট পর্ব নিশ্চিত করতে মাঠে নামবে পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখ এবং রুশ ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ। প্রথম দুই ম্যাচ জিতে বায়ার্ন মিউনিখের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান পয়েন্ট জেনিতেরও। বায়ার্ন মিউনিখ আজ মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনালের। নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই গানারদের।  আজ জিতলেই নকআউট পর্বের আশা টিকে থাকবে।রুশ ক্লাব জেনিত আজ মুখোমুখি হচ্ছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওর। লিঁও দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে। এইচ গ্রুপে জেনিতের পরই সুবিধাজনক স্থানে আছে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া। স্প্যানিয়ার্ডদের প্রতিপক্ষ বেলজিয়ানের জেন্ট।

সর্বশেষ খবর