মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

তৃতীয় দিনে পাঁচ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

প্রথম দিন বোলারদের দাপটে সেঞ্চুরির দেখা পাননি কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় দিনও বোলারদের দাপট ছিল অব্যাহত। বোলিং শাসিত দিনেই দৃঢ়তার পরিচয় দিয়ে সেঞ্চুরি করেন মেহেদি হাসান। কিন্তু কাল তৃতীয় দিন ওয়ালটন জাতীয় লিগ ছিল ব্যাটসম্যানদের। বোলারদের অসহায় করে ব্যাটসম্যানরা তুলে নেন পাঁচ সেঞ্চুরি। পাঁচ সেঞ্চুরির দিনে টায়ার ওয়ানে ঢাকার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে খুলনা। ম্যাচ জিততে ঢাকাকে আজ শেষ দিন করতে হবে ৪৩৪ রান। যা পাহাড় টপকানোর মতোই। দ্বিতীয় ইনিংসে তিন সেঞ্চুরি করেছে খুলনার ব্যাটসম্যানরা। টায়ার ওয়ানের অপর ম্যাচে সমানতালে লড়ছে ঢাকা মেট্রোপলিশ ও রংপুর। তৃতীয় দিন শেষে ম্যাচটির যে চিত্র, তাতে অভাবনীয় কিছু না হলে ড্রই হবে ম্যাচটির ফল। টায়ার টুয়ে মুশফিকুর রহিমের রাজশাহী ৪৫ রানে এগিয়ে রয়েছে তামিম ইকবালের চট্টগ্রামের বিপক্ষে। টায়ার টুয়ে সিলেটের বিপক্ষে চালকের আসনে বসে পড়েছে বরিশাল। দলটির জিততে আজ ৮ উইকেট দরকার। বিপরীতে জিততে সিলেটের দরকার আরও ৩৯৪ রান। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর