বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বার্সা জিতলেও বায়ার্নের হার

ক্রীড়া ডেস্ক

বার্সা জিতলেও বায়ার্নের হার

দুই গোল করে বার্সাকে জয় উপহার দিয়েছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার আইভান রাকিটিচ -এএফপি

আর্সেন ওয়েঙ্গারের কাছে সমালোচকদের জন্য এখন দারুণ একটা জবাব আছে। ইউরোপ-সেরা ক্লাব হিসেবে স্বীকৃত পেপ গার্ডিওলার বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়েছে তার আর্সেনাল। গানারদের পক্ষে দুটি গোল করেছেন গিরদ ও অজিল। এ জয়ের পরও অবশ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব এখনো নিশ্চিত নয় আর্সেনালের। এফ গ্রুপে বায়ার্ন মিউনিখই ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। এই গ্রুপে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকস।

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়রথ ছুটিয়ে চলেছে স্প্যানিশরা। বার্সেলোনা ছাড়াও মঙ্গলবার জিতেছে ভ্যালেনসিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে বেলারুশ ক্লাব ব্যাটে বরিসভকে। কাতালানদের পক্ষে দুটি গোলই করেছেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার আইভান রাকিটিচ। এ জয়ে ৭ পয়েন্ট নিয়ে ই গ্রুপে শীর্ষেই থাকল বার্সেলোনা। আর মাত্র একটা জয়ই তাদের পৌঁছ দেবে নকআউট পর্বে। এই গ্রুপে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন ৪-৪ গোলে ড্র করেছে ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জার্মানরা। জি গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগিজ ক্লাব পোর্তো। মঙ্গলবার তারা ইসরায়েলি ক্লাব ম্যাকাবাই তেলআবিবকে ২-০ গোলে হারিয়েছে। এ জয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করল পোর্তো। জি গ্রুপে এখনো বিপদসীমা অতিক্রম করতে পারেনি হোসে মরিনহোর চেলসি। মঙ্গলবার তারা গোলশূন্য ড্র করেছে ইউক্রেনিয়ান ক্লাব ডাইনামো কিয়েভের সঙ্গে। এ ড্রর ফলে চেলসির পক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব খেলা আরও কঠিন হয়ে গেল। অবশ্য হোসে মরিনহোর হাতে আরও তিনটি ম্যাচ আছে। সে তিনটি ম্যাচ জিতলেই কেবল নকআউট পর্ব নিশ্চিত হতে পারে ব্ল–জদের। এদিকে আরেক স্প্যানিশ ক্লাব ভ্যালেনসিয়াও এগিয়ে চলেছে নকআউট পর্বের পথে। মঙ্গলবার তারা ২-১ গোলে হারিয়েছে বেলজিয়ান ক্লাব জেন্টকে। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ভ্যালেনসিয়া। এই গ্রুপে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ। মঙ্গলবার জেনিত ৩-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে। এ ছাড়াও ওইদিন ক্রোয়েশিয়ান ক্লাব ডাইনামো জাগরেবকে ১-০ গোলে হারিয়েছে গ্রিক ক্লাব অলিম্পিয়াকস।

সর্বশেষ খবর