বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্রার্থী হতে পারছেন না প্লাতিনি

ক্রীড়া ডেস্ক

প্রার্থী হতে পারছেন না প্লাতিনি

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নির্বাহী কমিটি ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের পুনঃঘোষণা দিয়েছে। এই তারিখ আগেই নির্ধারিত হয়েছিল। তবে ব্ল্যাটার ও প্লাতিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ঘটনা নতুন মোড় নিয়েছিল। অনেকেই ভাবছিলেন, সাবেক ফরাসি তারকা মিশেল প্লাতিনিকে নির্বাচনে সুযোগ দেওয়ার জন্য সম্ভবত নির্বাচনের তারিখ পেছানো হতে পারে। কিন্তু তা আর হচ্ছে না। এএফপিকে ফিফার নির্বাচন কমিশনের চেয়ারম্যান ডমিনো স্কালা জানিয়েছেন, প্লাতিনির ওপর আরোপিত অভিযোগ মিথ্যা প্রমাণিত না হলে তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। প্লাতিনির ওপর অভিযোগ আছে তিনি ফিফার কাছ থেকে অর্থ নিয়েছিলেন। আবার জার্মানির বিশ্বকাপকে কেন্দ্র করেও ঘুষের আদান-প্রদান করেছিলেন বলেও অভিযোগ রয়েছে তার ওপর। ফিফা নির্বাচন কমিশনের চেয়ারম্যান বলেন, ‘আমরা সবকিছু বিবেচনা করেই প্রার্থিতাকে বৈধ ঘোষণা করব।’ এর অর্থই হলো, কারও বিরুদ্ধে এমনকি অভিযোগ থাকলেও তাকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না!

সর্বশেষ খবর