বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তান!

ক্রীড়া ডেস্ক

আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কিন্তু এ আসরে পাকিস্তান অংশ নেবে কি না তা নিয়ে সংশয় দেখা গেছে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড অফিসে ভারত ও পাকিস্তানের সিরিজ শুরু নিয়ে আলোচনা করার কথা ছিল। এ সময় শিবসেনার হামলায় বৈঠক আর হতে পারেনি। নিরাপত্তার কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে অ্যাম্পায়ারিং করতে আসা পাকিস্তানের আলিম দার দেশে ফিরে গেছেন। এমন কি ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করতে আসা পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার ওয়াসিম আকরাম ও শোয়েব আকতার ভয়ে ভারত ছাড়ছেন। এসব ঘটনায় দারুণ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। চূড়ান্তভাবে এখনো কোনো সিদ্ধান্ত না নিলেও ভারতে টি-২০ বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না তা নিয়ে ভাবতে শুরু করেছে। পাকিস্তানের প্রভাবশালী ক্রীড়া সংগঠক নাদিম ওমর গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে বলেন, ভারতে যে অবস্থা দেখছি তাতে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া ঠিক হবে না। কারণ হুমকির মুখে ক্রিকেটাররা কোনোভাবেই সেখানে খেলতে পারবেন না। তিনি বলেন, বিষয়টি আইসিসির গুরুত্ব দেওয়া উচিত। এ অবস্থায় অন্য কোনো দেশে এ আসর আয়োজন করা যায় কি না তা নিয়ে চিন্তা করতে হবে। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড  থেকে কোনো কিছু না জানালেও       যে কোনো সময় টি-২০ বিশ্বকাপ    বর্জনের ঘোষণা দিতে পারে।

সর্বশেষ খবর