শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

দাবিদার ওরাও

ক্রীড়া ডেস্ক

দাবিদার ওরাও

মাত্র কয়েক মাস। আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংস্থা ফিফার সভাপতি নির্বাচন। একের পর এক দুর্নীতির অভিযোগ সত্তে¡ও নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী ফেব্রুয়ারিতেই ফিফা সভাপতি নির্বাচন। এতে কারা প্রার্থী হতে যাচ্ছেন? এরমধ্যে প্রিন্স আলী বিন হুসেইন, মিশেল প্লাতিনি, জেরোমি চ্যাম্পেঞ্জ এবং ডেভিড নাখিড় ফিফা সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রিন্স আলী বিন হুসেইন এর আগে নির্বাচন করে হেরেছিলেন সেপ ব্ল্যাটারের কাছে। তিনি এবারের নির্বাচনে সবচেয়ে শক্তিশালী প্রার্থী। প্রিন্স আলীর পর শক্তিশালী প্রার্থী হতে পারেন সাবেক ফরাসি তারকা মিশেল প্লাতিনি। সর্বকালের অন্যতম সেরা এ তারকা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে সাময়িকভাবে ফুটবলে নিষিদ্ধ। যদি তার নিষেধাজ্ঞা বহাল থাকে তাহলে নির্বাচন করতে পারবেন না। অন্যদিকে ৫৭ বছরের ফরাসি কূটনীতিক জেরোমি চ্যাম্পেঞ্জও শক্তিশালী প্রার্থী হতে পারেন। ৫১ বছরের ডেভিড ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো দলের সাবেক অধিনায়কও ফিফা সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর