সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সেমিতে চট্টগ্রাম আবাহনী ঢাকা আবাহনীর বিদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সেমিতে চট্টগ্রাম আবাহনী ঢাকা আবাহনীর বিদায়

জাহিদকে ঘিরে উচ্ছ্বাসে মেতেছেন চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা -বাংলাদেশ প্রতিদিন

গ্রুপ পর্ব খেলে ঢাকা আবাহনীকে বিদায় নিতে হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। টানা দুই ম্যাচ হারাতে করাচি ইলেকট্রিকের আশা আগেই শেষ হয়ে যায়। বাকি তিনের মধ্যে কিংফিশার ইস্টবেঙ্গল, চট্টগ্রাম আবাহনী না ঢাকা আবাহনী সেমিতে খেলবে তা অনিশ্চিত ছিল। শেষ পর্যন্ত ফয়সালা হয়ে যায় শনিবারের ম্যাচে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে প্রথম ম্যাচে করাচিকে ৪-২ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে গোল শূন্য ড্র করায় ঢাকা আবাহনীর বিদায় ঘণ্টা বেজে যায়। আগের ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে উজ্জীবিত হয়ে মাঠে নামে এমিলি, জাহিদদের নিয়ে গড়া চট্টগ্রাম আবাহনী।

শুরু থেকেই আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেলে। ১১ মিনিটে এলিটার কাছ থেকে বল পেয়ে স্বাগতিকদের এগিয়ে রাখেন জাহিদ। কয়েক মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এলিটা। ২৬ মিনিটে কাউন্টার অ্যাটাকে করাচির পক্ষে গোল করেন রসুল। পুরো ম্যাচ তখন চট্টগ্রাম আবাহনীর নিয়ন্ত্রণে। করাচি কুলিয়ে উঠতে পারছিল না। বিশেষ করে জাহিদ ছিল অপ্রতিরোধ্য। ৩৩ মিনিটে এলিটার ফ্রি কিক থেকে বল পেয়ে জাহিদ বুদ্ধিমত্তার সঙ্গে জাল স্পর্শ করেন। ৬ মিনিট পর গোল খেয়ে বসে স্বাগতিকরা। ডি বক্সের ভেতর ঈসা হ্যান্ডবল করলে করাচি পেনাল্টি লাভ করে। রসুল অনায়াসে জালে পাঠিয়ে ব্যবধান কমান। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৬ মিনিটে ডাবল হলুদ কার্ড পাওয়ায় মাঠ থেকে বহিষ্কৃত হন ঈসা। ১০ জনে পরিণত হলেও চট্টগ্রাম আবাহনীর দাপট কমেনি। ৮১ মিনিটে বিপজ্জনক এলাকায় জাহিদকে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। জাহিদ গোল করে টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিকের কৃতিত্ব পান। এই জয়ে চট্টগ্রাম আবাহনীর সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় পুরো গ্যালারি উৎসবে মেতে ওঠে। চট্টগ্রাম আবাহনী ৪-২ গোলে জেতায় সেমির আশা ঢাকা আবাহনীর তখুনি শেষ হয়ে যায়।  ২-০ গোলে হারাতে হবে এমন সমীকরণে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয় ঢাকা আবাহনী। মরিয়া হয়ে খেলতে থাকে পেশাদার লিগে সর্বোচ্চ শিরোপাধারী দলটি। সহজ সহজ সুযোগও এসেছিল। কিন্তু ম্যাচ গোল শূন্য ড্র হওয়ায় ঢাকা আবাহনীর বিদায় ঘণ্টা বেজে যায়।

সর্বশেষ খবর