মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ঢাকা আবাহনীর পর কে?

ক্রীড়া প্রতিবেদক

দেশের ক্রীড়াঙ্গনে চট্টগ্রাম আবাহনীর নামটি স্মরণীয় হয়ে থাকবে। তারাই প্রথম ক্লাব, আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। ঢাকা আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা প্রখ্যাত ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের নামে এ উৎসব বসেছে এমএ আজিজ স্টেডিয়ামে। তবে এর আগেও দেশে আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের আয়োজন করেছিল। বাফুফে ১৯৯২ সালে বিটিসির পৃষ্ঠপোষকতায় এ আসরের আয়োজন করে। খেলতে এসেছিল ভারতের দুই বিখ্যাত ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেমিফাইনাল খেলেই তাদের বিদায় নিতে হয়। তৎকালীন ঢাকা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং। টান টান উত্তেজনা ম্যাচে গাউসের গোলে আবাহনী চ্যাম্পিয়ন হয়। মজার ব্যাপার হলো গাউস তখন আবাহনীর নিয়মিত ফুটবলার ছিলেন না। পিডব্লউডি থেকে অতিথি খেলোয়াড় হিসেবে আবাহনীর পক্ষে মাঠে নামেন। বাংলাদেশে আয়োজিত প্রথম আন্তর্জাতিক ক্লাব কাপে চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী। এবার শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে কে? আজ প্রথম সেমিফাইনালে লড়বে চট্টগ্রাম আবাহনী ও আফগানিস্তানের বাজান ক্লাব। আগামীকাল ঢাকা মোহামেডান লড়বে ইস্টবেঙ্গলের বিপক্ষে। এখানে বিদেশি না দেশের ক্লাব চ্যাম্পিয়ন হবে কিনা তা দেখার বিষয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনী কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, তার দলের লক্ষ্য শিরোপা। ঢাকা মোহামেডানের কোচ জসিম উদ্দিন জোসি একই আশা করেছেন। দেখা যাক, ঢাকা আবাহনীর পর দেশে আয়োজিত ক্লাব কাপ টুর্নামেন্টে দেশের কোনো ক্লাব চ্যাম্পিয়ন হতে পারে কিনা। নাকি সেমিতে এসেই তাদের পথ চলা বন্ধ হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর