মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সুয়ারেজের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

সুয়ারেজের হ্যাটট্রিক

লুইস সুয়ারেজ বার্সেলোনায় তার প্রথম মৌসুমটা কাটিয়েছিলেন মেসি-নেইমারের ছায়ায়। নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে মাঠে ফিরতেই তার অনেকটা সময় লেগেছিল। তারপরও তিনি ৪৩ ম্যাচে ২৫ গোল করে নিজেকে একজন সেরা স্ট্রাইকার হিসেবেই প্রমাণ করেছিলেন। লুইস সুয়ারেজ যে মাপের স্ট্রাইকার গত মৌসুমে ভক্তরা কেবল তার একটা প্রাথমিক ধারণা পেয়েছিল। চলতি মৌসুমেই লুইস সুয়ারেজকে দেখা গেল তার আপন রূপে। এরই মধ্যে তিনি লা লিগায় ৭টা গোল করেছেন। একের পর এক ম্যাচে বার্সেলোনাকে জয় উপহার দিয়ে চলেছেন সুয়ারেজ। গত রবিবারই যেমন হ্যাটট্রিক করলেন। তার দুরন্ত হ্যাটট্রিকেই অ্যাইবারের সঙ্গে পিছিয়ে পরেও ন্যু ক্যাম্পে বার্সেলোনা ১০ জন নিয়ে জয় পেয়েছে ৩-১ গোলে। ম্যাচের ৮৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয় আর্জেন্টাইন ডিফেন্ডার মাসকারেনোকে।

এ জয়ে বার্সেলোনা লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের সমান্তরালেই থাকল। ৯ ম্যাচে দুই দলেরই সংগ্রহ ২১ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদই। এদিকে রবিবার জয় পেয়েছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদও। তার শিষ্যরা ২-১ গোলে হারিয়েছে শক্তিশালী প্রতিপক্ষ ভ্যালেন্সিয়াকে। অ্যাটলেটিকোর পক্ষে গোল করেছেন মার্টিনেজ ও ফেরেইরা। এ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ১৯ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে উঠে গেল। মৌসুমের এ পর্যায়ে এসে লা লিগায় শিরোপার দাবিদার বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ খুব কাছাকাছি অবস্থান করছে। পয়েন্টের এই ব্যবধান যে কোনো মুহূর্তেই ঘুচে যেতে পারে। এটা দলগুলোর ভালোভাবেই জানা আছে। এ কারণেই সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে চাইছে তারা। বার্সা কোচ লুইস এনরিকে হ্যাটট্রিকম্যান লুইস সুয়ারেজের ভূয়সী প্রশংসার পরও যেমন বললেন, ‘এখন আরও বেশি সতর্ক হয়ে খেলতে হবে।’ রিয়াল মাদ্রিদ কোচ রাফায়েল বেনিতেজও ভক্তদেরই একই সুরে নির্দেশনা দিয়ে চলেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর