বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা
দ্বিতীয় সেমিফাইনাল আজ

মোহামেডান না ইস্টবেঙ্গল

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

মোহামেডান না ইস্টবেঙ্গল

দুই বাংলার জনপ্রিয় দুই দলের লড়াই। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে আজ দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা মোহামেডান ও কলকাতা কিংফিশার ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে। রাত ৭টা ৪০ মিনিটে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। দুই দলের পরিসংখ্যানে ইস্টবেঙ্গলই বেশি ম্যাচ জিতেছে। ১৯৯৬ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম বঙ্গবন্ধু গোল্ড কাপে শেষবারের মতো মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯৫ সালে যুব ভারতীয় সল্টলেক স্টেডিয়ামে আইএফএ শিল্ডে ফাইনালে ঢাকা মোহামেডান ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকলেও ইনজুরি টাইমে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। অবশ্য পাঁচ মিনিট ইনজুরি টাইম দেওয়ায় মোহামেডান আপত্তি তুলেছিল। কিন্তু রেফারি সাগর সেন তা কর্ণপাত করেননি। পরে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়।

১৯ বছর পর দুই দল মুখোমুখি হচ্ছে। শুক্রবার ফাইনালে দেখা যাবে কোন দলকে? সত্যি বলতে কি ঐতিহ্যবাহী দল হলেও ফুটবলে ঢাকা মোহামেডানের সময়টা খারাপই যাচ্ছে। ২০০২ সালে শেষবারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল। পেশাদার লিগে একবারও ট্রফি ঘরে তুলতে পারেনি। এটা সাদা-কালোদের বড় ব্যর্থতা বলতে হয়। এবারে অবশ্য অচেনা তরুণদের নিয়ে দল গড়েও ঘরোয়া মৌসুমে একেবারে খারাপ পারফরম্যান্স প্রদর্শন করেনি। ফেডারেশন কাপে সেমিফাইনাল আর লিগে তৃতীয় স্থান দখল করে। শেখ কামাল টুর্নামেন্টে মুক্তিযোদ্ধা, রহমতগঞ্জ ও টিম বিজেএমসি থেকে অতিথি খেলোয়াড় সংগ্রহ করেছে। ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে আফগানিস্তান বাজান ক্লাবের কাছে ১-০ গোলে হার মানে। অথচ যে সুযোগ এসেছিল তাতে ম্যাচ জেতাই উচিত ছিল। এই হারে টুর্নামেন্টে টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় জেগে উঠে। কিন্তু পরের ম্যাচে মোহামেডানকে দেখা যায় মোহামেডান রূপে। ৬-১ গোলের ব্যবধানে শ্রীলঙ্কার সলিড এসসিকে হারিয়ে দেয়। বিদেশি দলের বিপক্ষে এর চেয়ে বেশি গোলে জেতার রেকর্ড রয়েছে মোহামেডানের। কিন্তু বর্তমানে দলের যে হাল এমন ব্যবধান কেউ ভাবতেই পারেনি। সলিড প্রথম ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতেছিল কলকাতা মোহামেডানের বিপক্ষে।

এরপরেও মোহামেডানের সেমিফাইনাল নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত কলকাতা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নেয়। তবে সেদিনের ম্যাচে দাপট ছিল কলকাতার মোহামেডানের। দ্বিতীয়ার্ধে এক তরফা আক্রমণ চালিয়েছে তারা। কিন্তু দুর্ভাগ্যক্রমে গোল করতে পারেনি। সত্যি বলতে কি ম্যাচ জিতলেও মোহামেডানকে সেদিন বড্ড অসহায় মনে হয়েছে। এ অবস্থায় ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহামেডান ফাইনালে উঠতে পারবে কি? মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ জসিম উদ্দিন জোসি বলেছেন, তার দলের বেশ কজন ফুটবলারের ফিটনেস সমস্যা রয়েছে। তাহলে কি, ম্যাচে ইস্টবেঙ্গল ফেবারিট হয়ে মাঠে নামবে? জোসি বলেন, আমরা জয়ের জন্যই মাঠে নামব। ইস্টবেঙ্গল অপর গ্রুপে চ্যাম্পিয়ন হলেও তারা আহামরি কোনো নৈপুণ্য প্রদর্শন করছে না। ছেলেরা বুঝে শুনে অর্থাৎ গোলের সুযোগ ঠিকমতো কাজে লাগাতে পারলে ভালোভাবেই জেতা সম্ভব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর