শিরোনাম
বুধবার, ২৮ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নেইমারই সেরা!

ক্রীড়া ডেস্ক

রবার্তো কার্লোস তার সময়ের একজন সেরা ডিফেন্ডারই কেবল নন, তিনি ব্রাজিলিয়ান ফুটবলের অগ্রপথিকদেরও একজন। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদে খেলেছেন দীর্ঘদিন (১৯৯৬-২০০৭)। তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন বিশ্বজয়ী। ২০০২ বিশ্বকাপে তার অবদান ব্রাজিলিয়ানরা কখনো ভুলতে পারবে না। সেই রবার্তো কার্লোস এবার অংশ নিলেন বর্তমানের সেরা কে, এই বিতর্কে। মেসি নাকি রোনালদো? এতদিন তর্কটা হয়েছে এই নিয়েই। এর মধ্যে নতুন নাম সংযোজনের দাবিটা থাকলেও তা পিছনেই পরেছিল। পেলে অবশ্য মাঝেমধ্যে বলার চেষ্টা করেছেন নেইমারই একদিন সেরা হবেন। এবার রবার্তো কার্লোস সরাসরি ঘোষণা করে দিলেন, মেসি কিংবা রোনালদো নন, বরং নেইমারই বর্তমানের সেরা ফুটবলার। তিনি গ্লোবস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কেউ যখন আমাকে জিজ্ঞেস করে মেসি নাকি রোনালদো সেরা? আমি বলি, নেইমারই সেরা।’ অবশ্য তাই বলে মেসি কিংবা রোনালদোর ফুটবল যোগ্যতাকেও খাটো করছেন না রবার্তো কার্লোস। ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার বলেন, ‘মেসি অসাধারণ। তবে রিয়াল মাদ্রিদে রোনালদোর অবদানে বার্সেলোনায় মেসির অবদানের চেয়ে বেশি। কারণ মেসি পাশে পাচ্ছেন নেইমার আর সুয়ারেজের মতো তারকাদের।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর