বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

অবশেষে ফিরলেন আল আমিন

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে ফিরলেন আল আমিন

স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন পেসার আল আমিন। কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি। কোনো ম্যাচ খেলা হয়নি তার। আল আমিনকে দেশে ফিরতে হয়েছিল হতাশা নিয়ে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠান হয়েছিল। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। বিশ্বকাপের পর আল আমিনকে আর দলে রাখেননি নির্বাচকরা। অবশেষে একটা সুখবর পেয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৮ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন। প্রাথমিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি।

 

 

ইনজুরি থেকে ফিরে দলে সুযোগ পেয়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম। তবে চোটের কারণে দলে নেই নিয়মিত পেসার রুবেল হোসেন। প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘এ’ দলের হয়ে ভারত সফরে তিনজন পেসার চোট পেয়েছিলেন। রুবেল, তাসকিন ও শফিউল ইসলাম। এ বিষয়ে ফিজিওর সঙ্গে কথা বলেছি। শফিউল ইসলাম ও তাসকিনের সেরে ওঠার গতি বেশি, তবে রুবেলের জন্য আরও একটু সময় লাগবে। রুবেলের কন্ডিশনটা আরও একটু  দেখার বিষয় আছে।’

কিছুদিন আগেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। কিন্তু প্রাথমিক দলে রয়েছেন তিনি। প্রাথমিক দল সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘সেরা খেলোয়াড়দেরই আমরা দলে রাখার চেষ্টা করেছি। যেহেতু জিম্বাবুয়ের সঙ্গে খেলা, তা আমাদের মাথার মধ্যে ছিল সব সময়। জিম্বাবুয়ের কথা চিন্তা করেই আমরা সেরা দল বাছাই করেছি। ওয়ানডে ও টি-২০র জন্য একই প্রাথমিক দল দিয়েছি।’

ফারুক বলেন, ‘প্রতিটি সিরিজই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ে সিরিজ শেষে বিপিএল আছে। তারপর টি-২০র এশিয়া কাপ হবে। টি-২০ বিশ্বকাপের আগে সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ।’ কবে চূড়ান্ত দল ঘোষণা হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘১৮ সদস্যের দল  থেকে আগামী ১-২ নভেম্বর ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। কোচের সঙ্গে আলোচনা করেই দল ঠিক করা হবে।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২ নভেম্বর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তারা ৫ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। ৭ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। একই মাঠে ৭ ও ৯ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। টি-২০ ম্যাচ দুটি হবে ১৩ ও ১৫ নভেম্বর। ওয়ানডে ম্যাচ তিনটি দিবা/রাত্রির। আর দুই টি-২০ হবে রাতে।

 

প্রাথমিক দল

 

মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল আমিন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর