বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

প্লাতিনিকে দায়ী করলেন ব্ল্যাটার

ক্রীড়া ডেস্ক

প্লাতিনিকে দায়ী করলেন ব্ল্যাটার

দীর্ঘদিন ওরা দুজন এক সঙ্গে অনেক কাজ করেছেন। ফুটবলকে এগিয়ে নিতে পরিশ্রম করেছেন দিনের পর দিন। কিন্তু একটা সময় দুজনের বন্ধুত্বে ফাটল ধরল। ফরাসি তারকা মিশেল প্লাতিনি অভিযোগ করতে শুরু করলেন ব্ল্যাটারের নানান বিষয় নিয়ে। প্লাতিনির এই ব্যক্তিগত সমালোচনা পরবর্তীতে আর ব্যক্তিগত পর্যায়ে থাকেনি। এক সময় যুক্তরাষ্ট্রও এতে যুক্ত হয়। এফবিআই জড়িয়ে পড়ে। জড়িয়ে পড়ে গ্রেট ব্রিটেনের গোয়েন্দা সংস্থা স্কটল্যান্ড ইয়ার্ডও। একে একে নানান ঘটনা সামনে চলে আসে। দুর্নীতিবাজ হিসেবে আখ্যা পেয়ে ফিফা থেকে বিতাড়িত হন দীর্ঘদিনের ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। তবে বর্তমান ফিফার এই সংকটের জন্য ব্ল্যাটার দায়ী করলেন পুরনো বন্ধু প্লাতিনিকেই। সঙ্গে যুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের নামও। তিনি বলেন, ‘প্রথমদিকে প্লাতিনির আক্রমণগুলো একেবারেই ব্যক্তিগত ছিল। তবে পরে তার এই ব্যক্তিগত আক্রমণ আমার বিরুদ্ধে অনেক বড় আকার ধারণ করে।’ ব্ল্যাটার যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের বিরুদ্ধেও অভিযোগ করেন। তিনি বলেন, ‘২০১৮ বিশ্বকাপের আয়োজক হিসেবে রাশিয়া জিতে যায় গ্রেট ব্রিটেনের বিপক্ষে। আর ২০২২ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতার জিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পরাজিতরাই আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগে যায়।’ ব্ল্যাটারের মতে, ফুটবল অনেকদূর এগিয়ে গিয়েছিল। তিনি অভিযোগ করেন, বিশ্বকাপ আর ফিফা সভাপতি সুপার পাওয়ারদের কাছে কেবল বলের মতোই। তারা যেভাবে ইচ্ছে সেভাবেই তা নিয়ে খেলতে চায়।

সর্বশেষ খবর