বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ফ্রেঞ্চ লিগে বার্সা!

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ লিগে বার্সা!

বার্সা-পিএসজির এমন লড়াই দেখা যেতে পারে নিয়মিতই -ফাইল ফটো

কাতালুনিয়া যে কোনো মুহূর্তেই স্বাধীন হয়ে যেতে পারে। দীর্ঘদিনের কাক্সিক্ষত স্বাধীনতা পাওয়ার জন্য অনুষ্ঠিত গণভোটে জিতেছে স্বাধীনতাকামী পক্ষ। কিন্তু এই সঙ্গেই প্রশ্ন উঠে গেছে, এল ক্ল্যাসিকোর কি হবে! এরই মধ্যে লা লিগার প্রধান নির্বাহী বলেছিলেন, কাতালুনিয়া স্বাধীন হলে বার্সেলোনাকে লা লিগা ছাড়তে হবে। প্রশ্ন উঠেছে, ভক্তদের কি হবে! বর্তমান ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের মতোই ভক্তদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এল ক্ল্যাসিকো। লা লিগার বর্তমান যে ফরমেশন এতে বিদেশি দলের এই লিগে খেলার অনুমতি নেই। বার্সেলোনা একটা বিদেশি ক্লাব হিসেবে লা লিগা খেলতে পারবে না। সেক্ষেত্রে লা লিগাকে এল ক্ল্যাসিকো টিকিয়ে রাখার জন্য লা লিগার গঠনতন্ত্রই পরিবর্তন করতে হতে পারে। কিন্তু লা লিগা কর্তৃপক্ষ যদি তা না করে! বার্সেলোনা খেলবে কোথায়! কাতালুনিয়া লিগে! সেই লিগে তো বার্সেলোনার তিন নম্বর দলের মানেরও কোনো ক্লাব নেই! এই কথা ভেবেই ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভায়াস বার্সেলোনাকে ফ্রেঞ্চ লিগ ওয়ান খেলার আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, ‘মোনাকো লিগ ওয়ানে খেলছে। বার্সেলোনা খেলতে পারবে না কেন? আমি বার্সেলোনার গভীর অনুরাগী। তারা আমার রক্তে মিশে আছে। আর ফরাসিরা এটা জানে। তারা আমাকে রাস্তা-ঘাটে এ ব্যাপারে জিজ্ঞেসও করে।’ এখন দেখার বিষয়, কাতালুনিয়া স্বাধীন হলে লা লিগা তার গঠনতন্ত্র পরিবর্তন করে বার্সেলোনাকে গ্রহণ করে নাকি বার্সেলোনা বাধ্য হয়ে ফ্রেঞ্চ লিগের মতো কোনো ভালো লিগ খেলতে চলে যায়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর