বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

১৫ অক্টোবর থেকে এস এ গেমসের জন্য হকির ক্যাম্প শুরু হয়। দলবদলের দাবিতে মূল খেলোয়াড়রা ক্যাম্প বর্জন করেছিলেন। ডিসেম্বর দলবদলের তারিখ ঘোষণায় তারাও ক্যাম্পে ফিরেছেন। মায়ের অসুস্থতার কারণে শুধু রাসেল মাহমুদ জিমি এখনো ক্যাম্পের বাইরে রয়েছেন। ১ নভেম্বর তিনি ক্যাম্পে যোগ দেবেন।  সাধারণ সম্পাদক আবদুস সাদেক বিকেএসপিতে ক্যাম্প পরিদর্শন করে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে আসেন। মাহবুব হারুনের তত্ত্বাবধানে এখন পুরো দমে প্রশিক্ষণ চলছে। জাতীয় দলের প্রধান নির্বাচক কামরুল ইসলাম কিসমত জানান, রবিবার থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুশীলন চলবে। কোচ হারুনের সুবিধার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাই বিকেএসপির বদলে এখানে তিনি অনুশীলনে ভালোভাবে সময় দিতে পারবেন।

ফেব্রুয়ারি মাসে শিলংয়ে এস এ গেমসের পর্দা ওঠার কথা। তার আগে অনূর্ধ্ব ২১ টুর্নামেন্টে অংশ নেবে। সেখানে গ্রুপ পর্বে পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়তে হবে বাংলাদেশকে।

সর্বশেষ খবর