বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

ভক্তদের প্রতি কৃতজ্ঞ ক্রুইফ

ক্রীড়া ডেস্ক

ন্যু ক্যাম্পে কী ডাচ দল নেমে এলো! কিন্তু প্রতিপক্ষ অ্যাইবারের বিপক্ষে ডাচ দলের নেমে আসাটা একেবারেই বেমানান। তাহলে ডাচ কমলা পোশাকে ওরা কারা? দলটা বার্সেলোনাই। সুয়ারেজ, পিকে, নেইমার আর রাকিটিচরা তো ডাচ দলের হতে পারেন না! কমলা পোশাক গায়ে জড়ানোর উদ্দেশ্য ডাচ ও বার্সা কিংবদন্তি ইয়োহান ক্রুইফের প্রতি ভালোবাসা জানান। ক্রুইফ ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা চলছে তার। বার্সেলোনার এ কিংবদন্তিকে সমর্থন জানানোর জন্যই বার্সা তারকারা কমলা জার্সি পরেছিলেন। ভক্তদের এই ভালোবাসায় মুগ্ধ ক্রুইফ। তিনি বার্সেলোনা তারকাদের এই ভালোবাসাকে ‘আবেগময় এবং হৃদয়ছোঁয়া’ বলে উল্লেখ করেছেন।

ইয়োহান ক্রুইফকে আধুনিক বার্সেলোনার স্থপতিও বলা যায়। একজন ফুটবলার হিসেবে তিনি এখানে এসেছিলেন ১৯৭৩ সালে। পাঁচ বছর খেলেছেন। এর মধ্যে জয় করেছেন লা লিগা এবং কোপা দেল রে। তবে বার্সেলোনায় ক্রুইফ ফুটবলার হিসেবে যতোটা সফল, কোচ হিসেবে ছিলেন তার চেয়ে ঢের বেশি। ১৯৮৮ থেকে ১৯৯৬। দীর্ঘ আট বছর বার্সেলোনায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্রুইফ। এই সময়ের মধ্যে বার্সেলোনা ইউরোপের সেরা ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। এসি মিলান, রিয়াল মাদ্রিদ আর ইংলিশ ক্লাবগুলোর দাপট কমিয়ে দেয় ক্রুইফের ড্রিম টিম। তার সময়কালে বার্সেলোনা চারবার জিতে লা লিগা। চ্যাম্পিয়ন্স লিগে দুইবার ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও জয় করে কোপা দেল রে কাপ, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং উয়েফা কাপ উইনারস কাপ। কোচ হিসেবে দায়িত্ব পালনের পর দীর্ঘদিন বার্সেলোনার স্পোর্টস ডিরেক্টর ছিলেন তিনি। তবে ক্লাবের সঙ্গে বেশ কিছু বিষয়ে একমত হতে না পেরে পদটা ছেড়ে দিয়েছিলেন ক্রুইফ। ডাচ কিংবদন্তি ক্লাব ছাড়লেও ভক্তরা তার কথা ভুলে যায়নি। বার্সেলোনার এই শ্রদ্ধা তারই প্রমাণ।

সর্বশেষ খবর