শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

এমিলির চোখ শিরোপায়

ক্রীড়া প্রতিবেদক

এমিলির চোখ শিরোপায়

তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ দলে জায়গা হয়নি জাহিদ হাসান এমিলি ও মোহাম্মদ জাহিদের। অথচ শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত খেলছেন দুজন। এমিলির যোগ্য নেতৃত্বে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলছে চট্টগ্রাম আবাহনী। দুই ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ গোল করে এখন দলের ‘প্রাণ ভোমরা’ জাহিদ। ইস্ট বেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে জ্বলে উঠতে হবে দুজনকেই। দুজনের দিকেই তাকিয়ে আছে চট্টগ্রাম দলটির সমর্থকরা। তাদের হতাশায় পোড়াতে রাজি নন অধিনায়ক এমিলি। চ্যাম্পিয়ন হয়ে শেষ হাসি হাসতে চাইছেন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের কাছে ১-২ গোলে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। শুরুর হারের ধাক্কা সামলে দুর্দান্ত ফুটবল খেলে জায়গা করে নেয় ফাইনালে। এর মধ্যে সেমিতে হারিয়েছে আফগানিস্তানের ক্লাব বাজানকে। টানা ভালো খেলে আÍবিশ্বাসী চট্টগ্রাম আবাহনী। দলটির অধিনায়ক এমিলি চাইছেন ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে শেষ হাসিটি হাসতে, ‘আগে কী করেছি, সেসব এখন অতীত। মনে রাখতে হবে, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা শেষটা ভালো করতে চাই। মাত্র ১০ দিনে ৫টা ম্যাচ খেলে ক্লান্ত। রিকভারির সময়ও কম। তারপরও আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব শিরোপা জিততে। চ্যাম্পিয়ন হতে আমরাও প্রস্তুত। ট্রফি জিতে শেষ হাসি হাসতে চাই।’ অধিনায়কের মতো কোচ শফিকুল ইসলাম মানিকের টার্গেটও শিরোপা। ভালো খেলে এবং দর্শকদের পূর্ণ সমর্থন নিয়ে শেষ হাসি হাসতে চান চট্টগ্রামের কোচ ‘সমর্থক আমাদের প্রাণশক্তি। ইস্ট বেঙ্গলের ফিটনেস লেবেল আমাদের চেয়ে ভালো। এই পার্থক্য আমরা পাড়ি দিব মানসিক শক্তি দিয়ে। আমরা চ্যাম্পিয়ন হতেই খেলব। শেষ পর্যন্ত লড়াই করব চ্যাম্পিয়ন হতে।’ প্রথম মুখোমুখিতে হারলেও আজকের ফাইনালকে প্রতিশোধ বলতে নারাজ মানিক, ‘প্রতিশোধ কথাটা আমি আসলে বলতে চাই না। তবে চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য মাঠে নামব।’ উলে­খ্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলারদের নিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম আবাহনী। ক্লাবটির পুরনো ফুটবলারদের মধ্যে মাত্র চারজন রয়েছেন স্কোয়াডে। বাকি সবাই শেখ রাসেলের। 

যেভাবে ফাইনালে

চট্টগ্রাম আবাহনী ১: ২ ইস্ট বেঙ্গল

চট্টগ্রাম আবাহনী ৪:২ করাচি ইলেকট্রিক

চট্টগ্রাম আবাহনী ১:০ ঢাকা আবাহনী

চট্টগ্রাম আবাহনী ৩: ১ বাজান

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর