শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

নতুন নাটক

ক্রীড়া ডেস্ক

নতুন নাটক

২৪ ঘণ্টার ব্যবধানে ফের আলোচনায় ফিফা। ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার জানিয়েছিলেন, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক আগেভাগেই ঠিক করে রাখা হয়েছিল। ২০১৮ সালে বিশ্বকাপের আয়োজক হবে রাশিয়া এবং ২০২২ সালের আয়োজক হবে মার্কিন যুক্তরাষ্ট্র। বিডিংয়ে রাশিয়া পেলেও পায়নি আমেরিকা। ২০২২ সালের বিশ্বকাপের আযোজক স্বত্ব পায় কাতার। এই পাওয়া-না পাওয়া নিয়ে বোমা ফাটান ব্ল্যাটার। ফিফা সভাপতির এমন মন্তব্যের পর এবার বিপদে পড়লেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার। ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিড পেতে অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন ৫ লাখ ডলার ঘুষ দিয়েছিল জ্যাক ওয়ার্নারকে। এই অর্থ লন্ডন হয়ে ওয়ার্নারের হাতে পৌঁছায়। তদন্তের অন্যতম কর্মকর্তা ডেভিড গ্রিন বলেন, ‘এখনই খুব বেশি কিছু বলতে পারব না। কারণ প্রতিদিন নতুন নতুন তথ্য পাচ্ছি। সম্ভবত ঘুষ দেওয়া হয়েছিল। টাকাটা সিডনি, লন্ডন হয়ে ত্রিনিদাদ পৌঁছেছিল।’ দুর্নীতিতে জড়িয়ে ৯০ দিনের সাময়িকভাবে বরখাস্ত ব্ল্যাটার। তার  সঙ্গে যোগসাজশ থাকায় ৯০ দিনের জন্য সাময়িক বরখাস্ত উয়েফার সভাপতি মিশেল প্লাতিনি। ব্ল্যাটার নির্বাচন করতে না পারলেও প্লাতিনির ভবিষ্যৎ ঝুলে গেছে এতে। তবে হাল ছাড়েননি ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর