সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

হকি ক্যাম্পে ফিরলেন জিমি

ক্রীড়া প্রতিবেদক

হকি ক্যাম্পে ফিরলেন জিমি

বিকেএসপি ছেড়ে এখন মওলানা ভাসানী স্টেডিয়ামে হকির প্রশিক্ষণ চলছে। জুনিয়র এশিয়া কাপ ও এসএ গেমসকে সামনে রেখে ৪৭ জন খেলোয়াড় অনুশীলনে ব্যস্ত রয়েছেন। কোচের দায়িত্ব পালন করছেন মাহবুব হারুন। চলতি মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অংশ নেবে। গ্রুপে শক্তিশালী পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ছাড়াও ওমানের বিপক্ষে লড়বে। ১৪ নভেম্বর পাকিস্তানের সঙ্গে প্রথম খেলা। পরের দিনই লড়বে ওমানের বিপক্ষে। ১৭ নভেম্বর প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে দক্ষিণ কোরিয়া। জুনিয়র দল ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। শুধু ঘোষণাটা বাকি। জাতীয় দলের প্রধান নির্বাচক কামরুল ইসলাম কিসমত জানান, বয়সভিত্তিক দল বাংলাদেশ বরাবরই শক্তিশালী। আরও আগে অনুশীলনে নামলে প্রস্তুতিটা ভালো হতো। জুনিয়র লেভেলে পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া ততটা শক্তিশালী নয়। কিসমত বলেন, এরপরও আমি আশাবাদী বাংলাদেশ টুর্নামেন্টে ভালো খেলবে। যুব হলেও জাতীয় দলের ৭/৮ জন খেলোয়াড় চূড়ান্ত দলে থাকছেন। এ অবস্থায় এসএ গেমসের জন্য তাদের প্রস্তুতিটাও ভালো হবে। গতকাল হকির বড় খবর হচ্ছে দেশের এই মুহূর্তে সেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ক্যাম্পে যোগ দিয়েছেন। কামরুজ্জামান রানাও ফিরেছেন। কিসমত জানান, ফেব্রুয়ারি মাসে এসএ গেমস অনুষ্ঠিত হবে। হাতে সময় আছে তাই গেমসে বাংলাদেশ ভালো করবে আশা করা যায়। উলে­খ্য সেপ্টেম্বরে দুটো আসরের জন্য ক্যাম্পে ডাকা হলেও দলবদলের দাবিতে খেলোয়াড়রা রিপোর্টই করেননি। পরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আলটিমেটাম দেওয়ায় ১৫ অক্টোবর থেকে বিকেএসপিতে ক্যাম্প শুরু করে ফেডারেশন। এখানেও দলবদলের তারিখ ঘোষণার দাবিতে মূল খেলোয়াড়রা ক্যাম্পে যাননি। শেষ পর্যন্ত দেশের হকির কিংবদন্তি খেলোয়াড় বর্ষিয়ান আবদুস সাদেককে সাধারণ সম্পাদকের দায়িত্ব ও ডিসেম্বরে দলবদলের তারিখ ঘোষণা দিলে হকির সংকট কেটে যায়।

পরের দিনই খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেন। কিন্তু মায়ের অসুস্থতার কারণে জিমি ও ব্যক্তিগত সমস্যার কারণে রানা ক্যাম্পে যোগ দেননি। শেষ পর্যন্ত কাল দুজন ক্যাম্পে  ফেরায় হকিপ্রেমীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। পাঁচ ক্লাব মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, বাংলাদেশ স্পোর্টিং ও ওয়ান্ডারার্স ক্লাব ঘোষণা দিয়েছে সামনে তারা দলবদল ছাড়াই মাঠে ফিরবে। এতদিন ধরে হকির আকাশে যে কালো মেঘ জমে উঠেছিল তা দূর হয়েছে বলা যায়। সাধারণ সম্পাদক আবদুস সাদেক আশা প্রকাশ করেছেন, সব দলের অংশগ্রহণে সামনে লিগ হবে জমজমাট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর