সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেখ কামাল টুর্নামেন্ট হবে আরও জাঁকজমক

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম প্রতিনিধি

শেখ কামাল টুর্নামেন্ট হবে আরও জাঁকজমক

তরফদার রুহুল আমিন

স্বল্পদিনের প্রস্তুতি নিয়েও স্বার্থকভাবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের আয়োজন করেছে চট্টগ্রাম আবাহনী। নিজেদের টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে স্বাগতিক ক্লাব। ফুটবলে দেশের প্রথম ক্লাব হিসেবে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করল চট্টগ্রাম আবাহনী। শুধু চট্টগ্রাম নয়, আসর ঘিরে পুরো দেশই মেতে ছিল। চট্টগ্রামের প্রতিনিধি মুহাম্মদ সেলিমকে দেওয়া এক সাক্ষাৎকারে চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী  তরফদার রুহুল আমিন জানান, সামনে আরও জাঁকজমকভাবে টুর্নামেন্ট হবে। পরিকল্পনা রয়েছে প্রতিবছরই শেখ কামাল টুর্নামেন্টের আয়োজনের। নিচে সাক্ষাৎকারটি তুলে ধরা হলো।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট করার চিন্তা আসল কখন?

জাতির জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পথ প্রদর্শক ছিলেন। অল্প সময়ের মধ্যে তিনি দেশের ক্রীড়াঙ্গনে অনেক কিছুই সংযোজন করেছিলেন। তার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা চট্টগ্রামে একটা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করি। মূলত ক্রীড়া ক্ষেত্রে শেখ কামালের অবদান স্মরণ করতে এ টুর্নামেন্টের আয়োজন। এ টুর্নামেন্টের মাধ্যমে বিশ্ববাসীর শেখ কামাল একজন ক্রীড়া সংগঠক ছিলেন তা তুলে ধরার চেষ্টা করছি।

এ টুর্নামেন্ট করার পেছনে কার কার অবদান রয়েছে ? 

টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে গেলে তিনি তাৎক্ষণিক সায় দিয়ে আমাদের দারুণ উৎসাহিত করেন। এছাড়া বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, শামসুল হক চৌধুরী এমপিসহ চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা দারুণভাবে সহযোগিতা করেন। সবার আন্তরিক সহযোগিতায় আমরা দ্রুত সময়ের মধ্যে এ টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি।

এ টুর্নামেন্ট প্রতি বছর আয়োজনের পরিকল্পনা রয়েছে কি ?

চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির দায়িত্ব নেওয়ার পর নতুন কিছু করার তাগিদ অনুভব করেছি। তারই প্রেক্ষাপটে এ টুর্নামেন্ট। আয়োজনটা খুব কঠিন হলেও সবার আন্তরিক চেষ্টায় কাজটা  অনেক সহজ হয়ে গেছে। ফুটবলকে একটা মানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এ আয়োজন। প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করবে চট্টগ্রাম আবাহনী।

এ টুর্নামেন্টের আগামী বছর নতুন কোনো ক্লাবকে যুক্ত করা হবে কি?

খুব অল্প সময়ের মধ্যে এ টুর্নামেন্ট করেছি বলে এবার শুধু পাক-ভারত-শ্রীলঙ্কা-আফগানিস্তান থেকে দল এনেছি। আগামীতে সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, মিয়ানমার থেকেও দল এনে এ টুর্নামেন্টের আয়োজন করা হবে। আগামীবার শেখ কামাল টুর্নামেন্ট হবে আরও জাঁকজমকপূর্ণ।

সর্বশেষ খবর