সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

টাইটেল স্পন্সর প্রাণ-আপ

ক্রীড়া প্রতিবেদক

টাইটেল স্পন্সর প্রাণ-আপ

কিছুদিন আগেও দেখা যেত বাংলাদেশের আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো টাইটেল স্পন্সর হতো বিদেশি কোনো বহুজাতিক কোম্পানি। কিন্তু এখন এগিয়ে আসছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো। ক্রিকেটে বাংলাদেশের সব সিরিজেই এখন টাইটেল স্পন্সর হচ্ছে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। শুধু তাই নয়, বিদেশি দলের স্পন্সরও হচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলো। এবার বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে প্রাণ আপ। সিরিজের বাই প্রোডাক্ট হিসেবে থাকছে ‘পাওয়ার ড্রিংকস’ এবং কো-স্পন্সর হিসেবে থাকছে ‘প্রাণ ফ্রুটো’। সিরিজটি পরিচিতি হবে ‘প্রাণ-আপ ক্রিকেট সিরিজ ২০১৫’ হিসেবে। আর এই সিরিজে জিম্বাবুয়ে দলের স্পন্সর হয়েছে বাংলাদেশের ওয়ালটন। গতকাল দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হয়েছে। সিরিজের স্পন্সরের নাম ঘোষণার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আহসান খান চৌধুরী ও অন্য কর্মকর্তারা। সংবাদ সম্মেলনের পর বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের লোগোও উম্মোচন করা হয়েছে। জালাল ইউনুস বলেন, ‘কয়েকটা সিরিজ থেকে দেখছি এখন আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর। এই সিরিজের টাইটেল স্পন্সর হওয়ার জন্য প্রাণকে ধন্যবাদ। এখন থেকে প্রাণ আমাদের সঙ্গেই থাকবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর