সোমবার, ২ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ডানা

ক্রীড়া প্রতিবেদক

সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সাঁতার প্রশিক্ষণ বন্ধ রেখেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সুইমিংপুলে মহিলাদের ড্রেসিং রুমের ছাদের ছিদ্র দিয়ে একজন পুরুষ এক মহিলার পোশাক পরিবর্তন দেখছেন ভিডিওচিত্রসহ ঘটনা ফেসবুকে আপলোড করা হয়। ঘটনাটি জানার পর মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাসকে ঘটনা তদন্তের জন্য চিঠি দেন। শনিবার সচিব মহিলা ক্রীড়া কমপ্রেক্স পরিদর্শন করে সাঁতার বন্ধ রাখার নির্দেশ দেন। বিষয়টি গুরুত্ব দিয়ে গতকাল বিকালে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ডানা জানান, আমরা ফেসবুকের ভিডিওচিত্র পরীক্ষা করে দেখেছি। কিন্তু কে বা কারা ছিদ্র থেকে ডেসিং কক্ষে চোখ দিয়ে দেখছে তার সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। তিনি বলেন, সাঁতার চলাকালে মহিলাদের দেখাশোনা করতে একজন আয়া সুইমিং পুলের দায়িত্ব পালন করেন। এই আয়া ঘটনার দিন লক্ষ্য করেন শক্ত চিরুনি দিয়ে ক’জন মহিলা ছিদ্রটি বড় করার চেষ্টা করছেন। আয়া দায়িত্ব পালনকালে ড্রেসিং রুমে কোনো মহিলার চিৎকার শোনেননি। আয়া কোনো পুরুষকেও দেখেননি। ডানা বলেন, যিনি ছিদ্রের ভিডিওচিত্র ফেসবুকে আপলোড করেছেন তিনি গত মাসে সাঁতার শিখতে ভর্তি হন। যেহেতু ঘটনাটি তদন্ত চলছে সে কারণে আমি মহিলার নাম উল্লেখ করছি না। তবে পুরো ঘটনাটা যে উদ্দেশ্যমূলক করা হয়েছে তা আমরা নিশ্চিত হয়েছি। ডানা বলেন, ইলেকট্রিক লাইন টানা বা অন্য যে কোনো কারণে ছাদে বেশকিছু জায়গায় ছিদ্র রয়েছে। ক্রীড়া পরিষদের প্রকৌশলীরা পরীক্ষা করে দেখেছেন এ ছিদ্রগুলো অনেক পুরনো। ডানা বলেন, ঘটনাটি স্পর্শকাতর। তাই উদ্দেশ্যমূলক বা এর সঙ্গে মহিলা কমপ্লেক্সের কেউ জড়িত থাকলে ছাড় পাবে না। এখানে নীরব থাকা মানে ষড়যন্ত্রকারীরা আরও নতুন ষড়যন্ত্রের জাল বুনতে পারে। কোন মহল মেয়েদের খেলা বন্ধ করতে চায়Ñ তা সবারই জানা রয়েছে।

সর্বশেষ খবর