বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

কোচ হাতুরাসিংহে পরিষ্কার বলে দিয়েছেন, মাশরাফিকে একাদশে থাকতে হলে ফিটনেসের প্রমাণ দিতে হবে। সে কারণেই আজকের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলছেন নড়াইল এক্সপ্রেস। তাই মূল লড়াইয়ের আগেই বাংলাদেশের অধিনায়ক মাশরাফি ও জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা একে অপরের মুখোমুখি হচ্ছেন। সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটি আজ সকাল সাড়ে ৯টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের পর আর মাঠে নামেননি মাশরাফি। ডেঙ্গু জ্বরের কারণে জাতীয় লিগে খেলতে পারেননি। তাই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিজেকে প্রমাণ করতেই মাঠে নামছেন। নিজেকে ঝালিয়ে নিতে মুশফিকুর রহিমও বিসিবি একাদশের হয়ে খেলবেন আজ। এছাড়া ১৪ সদস্যের জাতীয় দলের সদস্যদের মধ্যে লিটন কুমার দাস, সাব্বির রহমান ও জুবায়ের হোসেন আজ খেলবেন। বিসিবি একাদশের পারফরম্যান্স দেখেই একাদশ সাজাবেন কোচ হাতুরাসিংহে।

বিসিবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটি জিম্বাবুয়ের জন্য বিশেষ কিছু। তারা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা সুযোগ পাবেন। সেই সঙ্গে মূল লড়াইয়ের আগে সফরকারীদের একটা পরীক্ষাও হয়ে যাবে। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজ হারার পর চাপের মধ্যে রয়েছে জিম্বাবুয়ে। তাই বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া চিগুম্বুরারা। প্রস্তুতি ম্যাচে জয় দিয়েই সফর শুরু করতে চান কোচ ডেভ হোয়াটমোর।

সর্বশেষ খবর